কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, অতীতের যেকোনও সময়ের চেয়ে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক এখন অনেক সুদৃঢ় ও সৌহার্দ্যপূর্ণ। রবিবার ৮ সেপ্টেম্বর সকালে সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে দেশটির ধর্ম, দাওয়া ও গাইডেন্স বিষয়ক মন্ত্রী ড. আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মুসলমানদের ঐক্য খুবই জরুরি বলেও মন্তব্য করেন। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, সৌদি সরকারের আমন্ত্রণে ‘কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল কোরআন মেমোরাইজেশন কনটেস্ট’-এ অতিথি হিসেবে অংশ নিতে ৬ দিনের সফরে রবিবার ৮ সেপ্টেম্বর সকালে ধর্ম প্রতিমন্ত্রী জেদ্দা পৌঁছান। এ সময় ড. আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখ তাকে স্বাগত জানান। পরে দুই মন্ত্রীর মধ্যে বৈঠক হয়।
ওই বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক, রাজনৈতিক ও উন্নয়নে বিচক্ষণ নেতৃত্বের প্রশংসা করেন সৌদি মন্ত্রী। সৌদিআরবের পবিত্র মক্কা শরিফের মসজিদুল হারামে শনিবার ৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক কোরআন মেমোরাইজেশন কন্টেস্টের ৪১তম অধিবেশন শুরু হয়েছে। এটি চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। এতে বাংলাদেশসহ প্রায় ১৫০টি দেশের প্রতিযোগীরা অংশ নিয়েছেন।