মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: আমিরাতের শারজায় বাংলাদেশ সমিতি শারজাহ শাখার নিজস্ব কার্যালয়ে কনস্যুলেট সেবার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়েছে। ২৮ জুন শুক্রবার সমিতির কার্যালয়ে দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান কন্স্যুলেট সার্ভিসের উদ্বোধন করেন। এখন থেকে মাসে যে কোনো একটি শুক্রবারে বাংলাদেশ সমিতির শারজাহ শাখার কার্যালয়ে পাসপোর্ট রি-নিউ সহ কনস্যুলেটের যাবতীয় সেবা প্রদান করা হবে।
এ উপলক্ষে বাংলাদেশ সমিতি শারজাহ শাখার কার্যালয়ে এম এ বাসারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মাকসুদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসাল জেনারেল ইকবাল হোসেন খান।
বিশেষ অতিথি ছিলেন এনআরবি ব্যাংকের চেয়ারম্যান হারামাইন গ্রুপের কর্ণধার ও আমিরাতের গোল্ডেন কার্ডপ্রাপ্ত ব্যবসায়ী মাহাতাবুর রহমান নাছির।
উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ইসমাইল গনী, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার করিমুল হক, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আবদুল মান্নান, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, বদরুল আলম, ইমাম হোসেন পারভেজ, শেফালি আকতার আখি, ইঞ্জিনিয়ার নাছের, ইঞ্জিনিয়ার আবুহেনা, বদরুল চোধুরী, কাজী মোহাম্মদ আলী, মো: মাহবুবুর রহমান, মাজাহারুল ইসলাম আনোয়ার, মোহাম্মদ মামুন সহ আরও অনেকে।
মতবিনিময় সভায় আমিরাতের কমিউনিটি ব্যক্তিত্ব ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।