সীতাকুন্ড, চট্টগ্রাম: মাতাল হাওয়া মাতিয়ে দিয়ে যাক বাংলার সকল প্রাণে ছুঁয়ে দিয়ে যাক আনন্দের পরশ বৈশাখের আগমনে “শুভ নববর্ষ” সীতাকুন্ড পাহাড়ের পাদদেশে বর্ণিল নানা রঙে পহেলা বৈশাখ যাপন করলো সীতাকুন্ডের সামাজিক সংগঠন- মাতৃভূমি। সংগঠনটির চেয়ারম্যান মো: খালেদ মোশারফের সভাপতিত্বে ও সময় টিভির সাংবাদিক- মাতৃভূমির প্রধান সংগঠক শাকিলের প্রানবন্ত উপস্হাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম ট্যুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি মুহাম্মদ মুসলিম। প্রধান আলোচক ছিলেন সীতাকুন্ড সমিতি চট্টগ্রামের সাবেক সভাপতি ও সীতাকুন্ড অধিকার সংরক্ষন পরিষদের সাধারন সম্পাদক মো: গিয়াস উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন সীতাকুন্ড উপজেলা স্কাউট কমিশনার ও সাবেক ছাত্রনেতা মো: জাহাঙ্গীর ভূঁইয়া, সীতাকুন্ড বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন, সীতাকুন্ড পৌর কাউন্সিলর ও সাবেক ছাত্রনেতা শফিউল আলম চৌধুরী মুরাদ, মাতৃভূমির উপদেষ্টা বাবু উত্তম, বীমুক্তিযোদ্ধা কবি লেখক শুক্কুর চৌধুরী, কবি লেখক ও সাবেক ছাত্রনেতা আতাউল হাকিম আরিফ, লায়ন আলী আকবর জাসেদ, মিস লাভলী ও মিসেস ফারজানা চৌধুরী। বিভিন্ন ইভেন্টে প্রায় শতাধিক পুরুস্কার প্রদান করা হয় শিশু- কিশোর, যুবক-তরুণের হাতে। পুরুস্কার প্রদান করেন প্রধান অতিথি এডিআইজি মুহাম্মদ মুসলিম ও মো: গিয়াস উদ্দীন।