মুহাম্মদ ইউসুফ খাঁন, সীতাকুণ্ড, চট্টগ্রাম: সীতাকুণ্ডের সামাজিক সংগঠন প্রথম প্রহর ফাউন্ডেশনের উদ্যোগে রোজার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে । ২৫ রমজান ৩১ মে ২০১৯ শুক্রবার দক্ষিণ কেদারখীল জামে মসজিদে আলোচনা সভার আয়োজন করা হয়।
হাফেজ মুহাম্মদ আফিফ এর সুমধুর কণ্ঠে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম প্রহর ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান প্রথম প্রহর পাঠশালার শিক্ষার্থী সদস্যবৃন্দ শিক্ষক ও অভিভাবক আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আরিফুল ইসলাম ও মোঃ সাদেক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ এর নির্বাচিত সদস্য জননেতা আ.ম.ম দিলসাদ । প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের সদস্য সচিব লায়ন মোঃ গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমেঃ লায়ন মোঃ বেলাল হোসেন, লায়ন ক্লাব অব চিটাগাং লিবার্টির সভাপতি কাজী আলী আকবর জাসেদ, ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম,সহ- সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সদস্য মোঃ মহিম উদ্দিন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ হারুনুর রশিদ, লিও নুর খান, আবু সুফিয়ান, যুবরাজ সহ প্রমুখ।
অনুষ্ঠানে আলোচকগণ প্রথম প্রহর ফাউন্ডেশনের প্রশংসা করেন এবং সমাজে প্রভাবশালী বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠন সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম, সীতাকুণ্ড ব্লাড গ্রুপ, জনসেবা কল্যানে আমরা, বন্ধু সহযোগি যুব সংগঠন,শিখর সামাজিক সংগঠন, আলোর দিশারী কিশোর সংঘ আরো অনেক সংগঠনের প্রধানগণ বক্তব্য রাখেন এবং যে কোন কর্মকান্ডে সহযোগিতা করার আশ্বাস দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি আলহাজ্ব মোঃ আমিনুল হক, সঞ্চালনা করেন প্রথম প্রহর ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম সোহেল।
কেদারখীল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল মজিদ সাহেব দোয়া মোনাজাত এবং ইফতার এ অংশগ্রহণ এর মাধ্যমে আলোচনা সভার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।