আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া: উদ্বাস্তুদের সম্পর্কে জনসাধারণকে অবহিত করতে পালন করা হয় ‘রিফিউজি সপ্তাহ’। তেমনি অস্ট্রেলিয়ান সমাজেও উদ্বাস্তুদের নিয়ে বিভিন্ন রকমের সেমিনারের আয়োজন করা হয়ে থাকে। অস্ট্রেলিয়াতে শরণার্থী সপ্তাহের প্রথম অনুষ্ঠান ১৯৮৬ সালে সিডনিতে উদযাপিত হয়। দেশটিতে মেজর জেনারেল পল কুলেন শরণার্থীদের সহযোগীতায় বিশেষ অবদান রাখেন।
গত ২০ জুন বৃহস্পতিবার সিডনির ল্যাকান্বায় সিনিয়র সিটিজেন সেন্টারে (ল্যাকান্বা লাইব্রেরিতে) ‘রিফিউজি সপ্তাহ-২০১৯’ অনুষ্ঠানের আয়োজন করেছিল শক্তি সংগঠন এবং নবধারা নিউজ। আর তাদের সাথে পার্টনার হিসাবে ছিলেন Labor for Refugees and Grandmothers against Detention of Refugee Children. এন,এস,ডব্লিউতে ‘শক্তি’ সংগঠনের চেয়ারপারসন সাবরিন ফারুকী উর্সী অনুষ্ঠানের উপস্থাপনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর মো: শাহে জামান, সিডনি রোহিঙ্গা কমিউনিটি সভাপতি আব্দুর রউফ, ইঞ্জি: আব্দুল হান্নান প্রমুখ।
অনুষ্ঠান সন্ধ্যা ৬:০০টায় শুরু হয়ে রাত ৭:৩০ মিনিটে শেষ হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেযর কার্ল আসফোর, কাউন্সিলর বিলাল আল হায়েক, লেবার ফর রিফিউজির কর্মকর্তা বারবারা ফোর্ড, রিফিউজি চিল্ডেন কর্মকর্তা গেবি জুড হোয়াইট রিবন অস্ট্রেলিয়া অ্যাম্বাসাডর ও সাংবাদিক আবুল কালাম আজাদ খোকন, সোশ্যাল ওয়ার্কার তাফতুন নাঈম নিতু।
আয়োজকরা অনুষ্ঠানের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। শেষে ডিনারের পর অনুষ্ঠানের সমাপ্তি হয়।