আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া: ২২ জুন সিডনির মিন্টোর ইনডোর স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেলো চট্রগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার আয়োজনে ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠান। চট্রগ্রামের ঐতিহ্যবাহী আতিথেয়তা আর ভোজনে সহস্রাধিক মানুষের কলরবে জমে উঠেছিলো এবারের মেজবান।
মেজবান আর মেজবানির আভিধানিক অর্থ হচ্ছে আতিথেয়তা, মেহমানদারি অথবা অতিথিদের জন্য বিশেষ ভোজের ব্যবস্থা। মূল খাবারের তালিকায় থাকে গরুর গোস্ত ও সাদা ভাত এবং ছোলার ডাল, গরুর হাড় দিয়ে ঝোল রান্না।
অনুষ্ঠানে অত্যন্ত শৃঙ্খলার সাথে খাবার পরিবেশন করা হয়। সিডনিবাসী অতিথিরা আতিথেয়তায় মুগ্ধ। অনুষ্ঠানে সিডনির স্থানীয় শিল্পীবৃন্দ কিছু গান পরিবেশন করেন। ইভেন্টে বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবারের মেজবানে সার্বিক সহযোগীতায় ছিলেন বাংলা পত্রিকা স্বাধীন কন্ঠ।