আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: সিডনির লাকেম্বায় জুবিলী রিজার্ভ পার্কে আগামী ৩ ও ১০ আগস্ট ‘গ্র্যান্ড লাকেম্বা ঈদ বাজার’ উপলক্ষে ১৩ জুলাই শনিবার বিকেল ৪:০০টায় স্থানীয় রেস্টুরেন্টে প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। এই কনফারেন্স ‘লেইস ফিতা’ ফ্যাশন হাউজের আয়োজনে এবং মাসুদা জামান ছবির উপস্থাপনায় অনুষ্ঠিত হয়। প্রেস কনফারেন্সে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ‘লেইস ফিতা’র সত্ত্বাধিকারী তাম্মি পারভেজ ও মাসুদ পারভেজ।
লেইস ফিতা পূর্বের ঈদগুলিতে কমিউনিটি হলের ইনডোরে অন্য ফ্যাশন গ্রুপের সাথে ঈদ মেলার কাজ করে আসছিলেন। তাঁরা লাকেম্বাতে প্রথমবারের মত আউটডোরে এককভাবে ঈদের কেনাকাটার জন্য স্থানীয় বাংলাদেশিদের সুযোগ তৈরী করার জন্যই এই মেলার আয়োজন। আর সিডনির কিছু ক্ষুদ্র মহিলা ব্যবসায়ীদের (বুটিক বা অন্যান্য কাপড় ব্যবসায়ীদের) একত্রিত করে কমিউনিটিতে ব্যবসার সুযোগ সৃষ্টি করে দেওয়াও তাদের উদ্দেশ্য।
লেইস ফিতা জানান, মেলায় থাকবে ৩০টি বিভিন্ন ধরণের পণ্যের স্টল থাকবে যা সকাল ১১:০০টায় শুরু হয়ে রাত ৯:০০টা পর্যন্ত চলবে।