আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া: প্রতিবছর বিশ্বে ক্যান্সার রোগে বহু মানুষ মৃত্যুবরণ করে। অর্থের অভাবে ক্যান্সার আক্রান্ত রোগীরা ধুঁকে ধুঁকে মারা যায়। সিডনিতে ক্যান্সার রিসোর্স ডেভেলপমেন্টকে আর্থিক সহায়তা প্রদান করার লক্ষেই ‘বিগেষ্ট মর্নিং টি’ কার্যক্রম কর্মসূচিটি শুরু করছে মরহুম ড. আব্দুল হক।
৩০ জুন সিডনি ওয়ালীপার্কে অস্ট্রেলিয়ান ন্যাশনাল পোর্টস ক্লাবে ‘গুড মর্নিং বাংলাদেশ ল্যাকান্বা’ আয়োজিত ‘বিগেষ্ট মর্নিং টি’ অনুষ্ঠিত হলো। উক্ত অনুষ্ঠান সকাল ৯:৩০মি: থেকে ১২:৩০ মিনিট পর্যন্ত সবার জন্য উন্মুক্ত ছিল।
ল্যাকান্বার এই ‘বিগেষ্ট মর্নিং টি’ এবার দশ বৎসর পূর্তি হল। এই ইভেন্ট থেকে সকল সংগৃহীত টাকা নিউ সাউথ ওয়েলসের ক্যান্সার কাউন্সিলের (ক্যান্সার রিসোর্স ডেভেলপমেন্ট) জন্য সাহায্য করা হয়। সিডনিতে ৩টি শাখায় এই কার্যক্রম চলে প্রতি বৎসর। ‘গুড মর্নিং বাংলাদেশ ল্যাকান্বা’ ইভেন্টের প্রধান আয়োজক ইঞ্জি: আব্দুল ফারুক হান্নান।
সিডনির লাকেম্বায় গত দশ বছর ধরে অনুদান সংগ্রহ করছে ‘গুড মর্নিং বাংলাদেশ’। সকালের নাস্তা এবং নগদ অর্থ সংগ্রহ করে আয়োজরা ক্যান্সার কাউন্সিল অফ নিউ সাউথ ওয়েলসকে প্রদান করে। সংগঠনের নারীরা সকালের নাস্তার জন্য পুরি, সিংগারা, চমুচা, গরম পারটা ভাজী , ডিম গোসত, জিলাপি, চানাবুট, চটপটি ও চা ইত্যাদি বিক্রি করে এই ফান্ড রেইজিং কার্যক্রমে জমা করে।
আয়োজক ফারুক হান্নান বলেন, “কমিউনিটিতে কেউ ক্যান্সারে আক্রান্ত হলে সিডনির মহিলারাই সর্বপ্রথমে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আর এই প্রোগ্রামে নারীদের ভূমিকাটাই বেশী।” এ বছর তাঁরা ১৫,১৬০ ডলার অনুদান সংগ্রহ করেছে। আর ২০১৮ সালে ৭,৮০০ ডলার এবং ২০১৭ সালে ১০,০০০ ডলার সংগ্রহ করেছে।
উল্লেখ্য, ’গুড মর্নিং বাংলাদেশ’র স্বপ্নদাতা ছিলেন মরহুম ড. আব্দুল হক। প্রতিবছর তাঁর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়ে থাকে। এবার মরহুম ড. আব্দুল হক ও মরহুম আবদুল্লা টাব্বার স্মরণে আয়োজক ফারুক হান্নান ও ডা: আয়াজ চৌধুরী কিছু কথা বলেছেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফেডারেল এমপি টনি বার্ক, স্টেট এমপি জিহাদ ডিপ, স্টেট এমপি সফি কোটসিস, কনসুলেট জেনারেল অফ বাংলাদেশ মাসুদুল আলম, ডা: আয়াজ চৌধুরী, ভেনেসা গ্রোভ এসিসটেন্ট সেক্রেটারী জেনারেল ইউনিয়ন এনএসডব্লিউ, ডানিয়েল সামুট কমিউনিটি রিলেশন কোর্ডিনেটর ক্যান্সার কাউন্সিল, কামাল হাদিদ ক্যান্সার কাউন্সিল ইনফরমেশন সেন্টার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক প্রমুখ। মিডিয়া পার্টনার ছিলেন জন্মভূমি টিভি, এসবিএস রেডিও, বাংলা কথা, স্বাধীন কন্ঠ ও নবধারা নিউজ।