আনোয়ারুল ইসলাম রনি: এবার কোরিয়া প্রবাসীরা সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন ফুটবল সেনসেশন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। আগামী ২৬ জুলাই রাত আটটায় রোনালদোর জুভেন্টাস খেলবে কোরিয়ান অল স্টার টিমের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে। যা কিনা রাজধানী সিউলের ম্যাপ এরিয়াতে অবস্থিত।
ইতালীয় টিম জুভেন্টাস এর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে উক্ত ম্যাচে রোনালদোসহ সব গুরুত্বপূর্ণ খেলোয়াড়েরা খেলবে। এর আগে ২০০৭ সালে রোলানদো ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ হয়ে এফ সি সিউলের বিপক্ষে একটি ম্যাচ খেলেছে। ম্যাচটিতে ম্যানচেস্টার ৪ গোলে জয়লাভ করেছিল যার একটি গোল করেছিল রোনালদো এবং দুইটি গোলে এসিস্ট করে।
গতবছর অর্থাৎ ২০১৮ সালের জুলাই মাসে একটি ক্যাম্পেইন করার জন্য সিউলে আসার কথা ছিল এই অন্যতম সেরা অ্যাথলেটের। কিন্তু বিশেষ কারণে সেটা বাতিল হয়। ১৯৯৬ সালে জুভেন্টাস কোরিয়া জাতীয় দলের সাথে একবার খেলে।
আপনিও লুফে নিতে পারেন ৩৪ বছর বয়সী পাঁচবার “ব্যালন ডি আর” বিজয়ী তারকাকে একবার সরাসরি দেখার সুযোগ ।