প্রবাস মেলা ডেস্ক: ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার চাঁদপুর শাহরাস্তিতে আনসার ভিডিপির ১০ দিনের ওয়ার্ড প্লাটুন অস্ত্রবিহীন প্রশিক্ষণে অংশ নেয়া প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পৌর ১১ নং ওয়ার্ড এর কৃষ্ণপুর ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রশিক্ষণে পুরুষ ৩২ এবং মহিলা ৩২, সহ মোট ৬৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শাহরাস্তি উপজেলা কর্মকর্তা মোহাম্মদ হানিফ, প্রশিক্ষক পিন্টু চন্দ্রদাস, কোম্পানি কমান্ডার মোঃ আবদুস সাত্তার পিপিএম( বার), মোহনা টেলিভিশনের প্রতিনিধি, শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় সহ স্থানীয় সামাজিক, সাংবাদিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দেশের মানুষের জন্য আমাদের কাজ করতে হবে, দেশের উন্নয়নে আমাদের ঐক্যবদ্ধভাবে জনসচেতনতা সৃষ্টির লক্ষে কাজ করতে হবে।