মহিউল করিম আশিক, দুবাই, ইউএই: সংযুক্ত আরব আমিরাতের শারজায় হুদায়বিয়া রেষ্টুরেন্ট হলরুমে প্রাবসী মৌলভীবাজার ভিআইপি ক্লাবের আয়োজনে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সংগঠনের আহ্বায়ক হুমায়ুন রশিদ এর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম পাপলু এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ও গনমাধ্যম কর্মীরা।
বক্তরা বলেন, প্রবাসে মাটিতে দেশের সুনাম ধরে রাখাই এই সংগঠনের মূল উদ্দেশ্য। তারা আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টাই পারে বিদেশের মাটিতে আমাদের ভাবমূর্তি উজ্জল করতে।
অনুষ্ঠানে আহবায়ক কমিটি বিলু্প্ত করে ৭১ সদস্য পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটির সদস্যারা হলেন সভাপতি মো: হুমায়ুন রশিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল এবং সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন।
নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনকে নতুনভাবে সাজনোর জন্য সকল সদস্যদের সহযোগীতা কামনা করেন।