ওয়াসীম আকরাম,বৈরুত, লেবানন প্রতিনিধি: ৫ মে রবিবার বৈরুতে আলকোলায় ফেনাসল অফিসের হল রুমে লেবানন প্রবাসী বাংলাদেশি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান শ্রমিক দিসব ২০১৯ ও সংগঠনটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের প্রথম সচিব আব্দুল্লাহ আল মামুন, ফেনাসলের সভাপতি কেষ্ট আব্দুল্লাহ, ইউসুফ পাটোয়ারী, জিয়াউর রহমান মাসুদ, বিল্লাল হোসেন, জাহিদ হাসান, শামিম মিয়া, আতাউর রহমান সহ অনেকে। শ্রমিক দিবসের উপর বক্তব্য রাখেন, লেবানন শ্রমিক ইউনিয়নের জেসমিন আক্তার, মায়া চৌধুরী,তানভীর ভূইয়া, রিপন মিয়া সহ অনেকে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন, শ্রমিক দিসব শুধুমাত্র শ্রমিকদের ন্যায্য অধিকার সেটি আদায়ের লক্ষ্যে। কিন্তু দেখা যায় নামধারী কিছু নেতা সাধারণ শ্রমিকদের পুঁজি করে নিজেরা ফায়দা লুটছে। এসকল নেতাদের রয়েছে বড় বড় গাড়ি, আলিসান বাড়ি। তারা সভা করেন পাঁচ তারা হোটেলে। আর ন্যায্য অধিকারের দাবিতে রাস্তায় নামে হাজার হাজার শ্রমিক। লেবাননেও এর ব্যতিক্রম নয়। রাষ্ট্রদূত শ্রমিকদের স্বার্থ রক্ষায় সকলকে কাজ করার আহবান জানান।