তপন দেবনাথ, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র: যুক্তরাস্ট্রের লস এঞ্জেলস প্রবাসী ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামীলীগের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক সোহেল রহমান বাদলের হাতে প্রবাস মেলা। সম্প্রতি লস এঞ্জেলস প্রবাসী লেখক ও সাংবাদিক তপন দেবনাথ তাঁর হাতে প্রবাস মেলা’র কপি তুলে দেন।
লস এঞ্জেলসের অদূরে লংবীচে বসবাসরত সোহেল বাদল ব্যক্তিগত কাজে লিটল বাংলাদেশ, লস এঞ্জেলসে গেলে তপন দেবনাথ তাঁর হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন। এসময় সোহেল রহমান বাদল প্রবাস মেলা’র প্রশংসা করে এর সাফল্য কামনা করেন।