বিশ্বনাথ, সিলেট থেকে: লন্ডন টাইমস নিউজের উদ্যোগে হাফিজে কোরআনদের মধ্যে পবিত্র কোরআন উপহার, সিলেটের আঞ্চলিক ভাষায় গুণীজনদের জীবনের গল্প ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি সোমবার বিশ্বনাথের অলংকারী পৌদনাপুর হাফিজিয়া দাখিল মাদরাসা অডিটরিয়ামে লন্ডন টাইমস নিউজের স্পেশাল করেসপন্ডেন্ট কবি নাজমুল ইসলাম মকবুলের সভাপতিত্বে ভিন্ন আমেজের এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও জীবনের গল্প পরিবেশন করেন বিলেতের খ্যাতিমান লেখক গীতিকবি পূঁথিকার ও নাগরী গবেষক হাসনাত মুহ. আনোয়ার।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন ও জীবনের গল্প পরিবেশন করেন ওয়ান পাউন্ড হসপিটাল ইউকের চেয়ারপার্সন এন্ড সিইও, ইনষ্টিটিউট অব এলার্জি এন্ড ক্লিনিক্যাল ইম্মিউনোলজি অব বাংলাদেশ ম্যাটস, সাভার, ঢাকা এর প্রাক্তন সহকারী অধ্যাপক এলার্জি বিশেষজ্ঞ ডাঃ কবি মোঃ শানুর আলী মামুন।

অনুষ্ঠান উদ্বোধন করেন ও জীবনের গল্প পরিবেশন করেন লন্ডন টাইমস নিউজের ধর্মীয় বিভাগের সম্পাদক এবং সিলেট লেখক ফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা কবি সিরাজুল ইসলাম সা’দ। মাদরাসার শিক্ষক মাওলানা নূরুল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অলংকারী পৌদনাপুর হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ আজিজুর রহমান, আল মুছিম স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল কাইয়ূম, সমাজসেবী ও শিক্ষানুরাগী আমির আহমদ।
প্রধান অতিথি নাগরী গবেষক হাসনাত মুহ. আনোয়ার নিজ জীবনের সফলতার গল্পে বলেন, ছোটবেলায় আমরা অনেক কষ্টে লেখাপড়া করেছি। অনেক ত্যাগ তীতিক্ষা ও সংগ্রামের মধ্য দিয়েই আমরা জীবনের এ পর্যায়ে এসেছি। তাই জীবনে প্রতিষ্ঠিত হতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। তিনি বিশ্বের ঐতিহাসিক স্থানসমূহ ভ্রমণের স্মৃতি রোমন্থন করে বলেন, মুসলমানদের হারানো গৌরব ও ঐতিহ্য ফিরিয়ে আনতে আমাদের আরও সচেতন ও সচেষ্ট হতে হবে।

প্রধান আলোচক ডাঃ কবি মোঃ শানুর আলী মামুন নিজ জীবনের সফলতার গল্পে বলেন, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে হবেনা, যে স্বপ্ন ঘুমাতে দেয়না সেই স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখতে হবে অনেক বড় হবার। জীবনের সফলতাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে পৌছতে হবে সাফল্যের স্বর্ণচূড়ায়। যেভাবে আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে এ পর্যায়ে এসে পৌছেছি। অনুষ্ঠানের উদ্বোধক মাওলানা কবি সিরাজুল ইসলাম সা’দ নিজ জীবনের সফলতার গল্পে বলেন, ছাত্র জীবনে আমার চেয়ে অধিক প্রতিকুল পরিস্থিতির মোকাবেলা মনে হয় এ অনুষ্ঠানে উপস্থিত কেহ করেননি। আজ আমিও প্রতিষ্ঠিত হয়ে এ পর্যায়ে আসতে পেরেছি। শুধু লন্ডন নয়, ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন মাহফিলে আমন্ত্রিত হয়ে বক্তব্য রাখছি। দেশে এসে এ পর্যন্ত প্রায় পঞ্চাশটি মাহফিলে বক্তব্য রাখতে হয়েছে আমাকে। তোমরা আমাদের চেয়ে অনেক বেশি সুযোগ সুবিধা পেয়েও যদি জীবনে প্রতিষ্ঠিত হতে না পারো তবে এর চেয়ে দুর্ভাগ্য আর হতে পারেনা।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির ট্রেজারার মোঃ ফজর উদ্দিন, সদস্য মোঃ ওয়াতির আলী, মোঃ আসলম আলী, মোঃ বশর আলমসহ মাদরাসার শিক্ষকমন্ডলী ছাত্রছাত্রী ও এলাকাবাসী। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাদরাসার ছাত্র মোঃ আবু বকর, ও সঙ্গীত পরিবেশন করেন মোঃ আজিজুল ইসলাম। জীবনের সফলতার গল্প শেষে ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন, ইনষ্টিটিউট অব এলার্জি এন্ড ক্লিনিক্যাল ইম্মিউনোলজি অব বাংলাদেশ ম্যাটস, সাভার, ঢাকা এর প্রাক্তন সহকারী অধ্যাপক এলার্জি বিশেষজ্ঞ ডাঃ কবি মোঃ শানুর আলী মামুন।