জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: বিশ্বব্যাপি প্রবাসী বাংলাদেশিদের অন্যতম মুখপত্র প্রবাস মেলা হাতে যুক্তরাজ্যের লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। ১৮ মার্চ সোমবার ইস্ট লন্ডনের মেনর পার্ক রয়েল রিজেন্সি হলে হাইকমিশনার এর হাতে পত্রিকার সৌজন্য কপি তুলে দেন প্রবাস মেলা’র লন্ডন প্রতিনিধি জাহাঙ্গীর আলম শিকদার।
এসময় হাইকমিশনার সাইদা মুনা তাসনিম প্রবাসী বাংলাদেশিদের সুখ-দুঃখ, সমস্যা-সম্ভাবনা এবং প্রবাসীদের মনের কথা তুলে ধরে তাদের প্রতিনিধিত্ব করায় পত্রিকার সাফল্য কামনা করেন। তিনি বলেন, আমি অত্যন্ত অভিভূত এজন্য যে, বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা অনলাইনের পাশাপাশি প্রবাস মেলা পত্রিকা’র প্রিন্ট কপিও পড়তে পারছে। তিনি পত্রিকার কলাকুশীলদের ধন্যবাদ জানান।
উল্লেখ্য, এর আগে সাইদা মুনা তাসনিম থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তখনও ব্যাংককে তার কাছে প্রবাস মেলা’র সৌজন্য কপি দেওয়া হয়েছিল।