জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: বাংলাদেশ কমিউনিটি লন্ডন ইউকে’র উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও নতুন কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। হেলাল উদ্দিনের সভাপতিত্বে কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয় অনুষ্ঠান শুরু হয়।
প্রথম ও দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন আবু জাফর মোহাম্মদ সাইদ ও জামান ও নাজমা সুলতানা নার্গিস। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আবু জাফর মো: সাঈদকে সভাপতি এবং শের এ জামানকে সাধারণ সম্পাদক ও শেখ নাহিদুলকে সাংগঠনিক সম্পাদক করে নুতন কমিটি ঘোষণা করা হয়।
বক্তব্য রাখেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরে স্থানীয় শিশুশিল্পী এবং বিশিষ্ট শিল্পীদের দ্বারা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়