জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: “উন্নয়নের অংশীদার প্রবাসীরাও দাবিদার” স্লোগানকে বুকে ধারণ করে ২৪ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার স্থানীয় সময় বিকাল ৪.৩০ এ যুক্তরাজ্যের ১০৮ হোয়াইট চ্যাপেল এ পাক্ষিক প্রবাস মেলা পত্রিকার ৫ম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। বাংলাদেশের আবাসিক প্রকল্প শাপলা সিটি লিঃ এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে লন্ডন প্রবাসী বাংলাদেশিরা পত্রিকাটির সাফল্য কামনা করে এ বর্ষপূর্তি উদযাপন করেন।
সাংবাদিক ও কলামিস্ট newslife24.com এর সম্পাদক শেখ মুহিতুর রহমান বাবলুর উপস্থাপনায় বর্ষপূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাস মেলা’র যুক্তরাজ্য প্রতিনিধি জাহাঙ্গীর আলম শিকদার ।
বর্ষপূর্তি অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে আসেন বিলেতের সিনিয়র সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, হাছান লালন এর প্রতিষ্ঠাতা সভাপতি ও কণ্ঠশিল্পী কাজী কপ্লনা, শরিয়তপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি লাকিত উল্লাহ, মহিলা সমিতি ইউকের সভানেত্রী হাসিনা আক্তার, এসএ টিভির ইউরোপ প্রতিনিধি হেফাজুল করিম রাকিব, লন্ডন ক্রিকেটলীগ এর সাধারণ সম্পাদক নাহিদ নেওয়াজ রানা, শরিয়তপুর ওয়েলফয়ার এসোসিয়েশন এর সহ সভাপতি মাহবুব উল্লাহ রিছকু, পূর্ব বাংলার সমাজতান্ত্রিক দলে যুক্তরাজ্য শাখার (জনযুদ্ধ) সাধারণ সম্পাদক কমরেড ওয়াহিদুজ্জামান রুমু, শরিয়তপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সহ সভাপতি হাছান মোহাম্মদ, সর্ব ইউরোপীয়ান বাংলাদেশি এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক সারোয়ার বাবুল, বাংলাদেশ সমিতি নেদারল্যান্ডস এর হেগ এর সাবেক সভাপতি মনোয়ার মোহাম্মদ ও বিশিষ্ট সমাজসেবক কাজী লতিফুর রহমান শওকত প্রমুখ।
শুভেচ্ছা জানাতে আসা প্রবাসী বাংলাদেশিরা প্রবাস মেলা’র ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে পত্রিকার কলাকুশীলদের ধন্যবাদ জানান। তারা বলেন, সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের সুখ-দুঃখ, সমস্যা-সম্ভাবনা নিয়ে প্রতিবেদন তৈরি করে প্রবাস মেলা প্রবাসীদের পক্ষে কাজ করে যাচ্ছেন। তাদের এই নিরন্তর প্রচেষ্টাকে যুক্তরাজ্যে প্রবাস মেলা’র পাঠকদের পক্ষ্য থেকে আন্তরিক অভিনন্দন জানান।
তারা লন্ডনে প্রবাস মেলা’র ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করায় পত্রিকার লন্ডন প্রতিনিধি জাহাঙ্গীর আলম শিকদারকেও ধন্যবাদ জানান। এই অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসীদের একটি মিলনমেলা হয়েছে বলে তারা জানান।
পরে উপস্থিত সবাই কেক কেটে পত্রিকার ৫ম বর্ষে পদার্পণ উদযাপন করেন।
অনুষ্ঠানে অনেক প্রবাসী উপস্থিত থাকতে না পারায় টেলিফোনে প্রবাস মেলার অগ্রযাত্রা কামনা করেন ধন্যবাদ জানিয়েছেন।
সবশেষে সভাপতি জাহাঙ্গীর আলম শিকদার উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা দেন ।