মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় প্রাদেশিক বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও রিয়াদ মহানগর এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল রিয়াদস্থ আল মানাহিল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন প্রাদেশিক কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ এ টি এম জিয়াউদ্দিনের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মিশন উপ প্রধান ডক্টর মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিষ্টার ডক্টর মোঃ আবুল হাসান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর রিজোনাল ম্যানেজার মোঃ আমিনুল হক ভুঁইয়া, রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডক্টর মোঃ রেজাউল করিম, সহ সভাপতি গোলাম মহীউদ্দীন, বাংলাদেশ আন্তর্জাতিক ইংলিশ স্কুলের চেয়ারম্যান ডক্টর শেখ মোঃ আহসানুল হক, বাংলা স্কুলের চেয়ারম্যান মোঃ মোস্তাক আহমেদ, অধ্যক্ষ বজলুর রশিদ, অধ্যক্ষ আফজাল হোসেন, সিলেট জালালাবাদ এ্যাসোসিয়েশনের সভাপতির আবদুর রহমান চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সভাপতি কৃষিবীদ শামীম আবেদিন, মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডাক্তার মোঃ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলম, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের – মোঃ হাফিজুল ইসলাম পলাশ, মুসতাক আহমেদ মন্ডল সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।
পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করেন মাওলানা মোহাম্মদ আবদুস সালাম।