মো:জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: উন্নয়নের অংশীদার প্রবাসীরাও দাবিদার এই স্লোগানকে সামনে রেখে ২৫ জানুয়ারি ২০১৯ শুক্রবার রিয়াদের স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় প্রবাস মেলা পাঠক ফোরামের উদ্যোগে নেঈমার কমিউনিটি সেন্টারে কেকে কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে পাক্ষিক প্রবাস মেলা পত্রিকা’র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।
শুরুতেই ঢাকা থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে পত্রিকার সম্মানিত উপদেষ্টা, টেলিভিশন উপস্থাপক, আবৃত্তিকার মামুন ইমতিয়াজ উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান। সৌদিআরবের রিয়াদে পত্রিকার বর্ষপূর্তি উদযাপন করায় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান। আগামী দিনেও প্রবাস মেলার সাথে থাকার জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
কবি ও সাহিত্যিক শাহজাহান চঞ্চলের সভাপতিত্বে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রবাস মেলা’র রিয়াদ প্রতিনিধি সাংবাদিক ও নাট্যকার মো: জাহাঙ্গীর আলম হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবাসী গোপালগঞ্জ জেলা ঐক্যফোরামের সভাপতি, মুকসুদপুর প্রতিদিনের প্রকাশক মো: আরকান শরীফ ।
অনুষ্ঠানে প্রবাস মেলা পরিবারকে শুভেচ্ছা জানাতে আসেন ডিবিসি টেলিভিশনের রিয়াদ প্রতিনিধি সাগর চৌধুরী, নিউজ২৪ চ্যানেলের সৌদিআরব প্রতিনিধি মোহাম্মদ আল আমিন, নতুন সময় টেলিভিশনের রিয়াদ প্রতিনিধি রুস্তম খান, রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সমন্বয়ক নাট্যজন সারওয়ার জাহান সিদ্দিকী, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আবদুস সালাম কিরন, প্রবাসী গাজীপুর জেলা ফোরামের সভাপতি হাজী আলমগীর হোসেন মন্ডল, প্রবাসী গোপালগঞ্জ ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ গাজী, রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ সভাপতি মির্জা কামাল, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিটু।
অন্যান্যের মধ্যে সাংগঠনিক সম্পাদক শিল্পী সালাউদ্দিন আহমেদ, অর্থ সম্পাদক শিল্পী কামরুজ্জামান জামান, শিল্পী অমল দাস, শিল্পী রফিক মন্ডল, শিল্পী মোস্তাক মন্ডল, সিলেট বিভাগ পরিষদের সহ সভাপতি নাজিম উদ্দিন নাজিম, মোঃ জাহিদ, মোঃ পলাশ, প্রবাসী ঝালকাঠি ফোরামের সভাপতি শওকত উল আলম সগীর মুন্সী, পিরোজপুর ফোরামের সভাপতি শাহনেওয়াজ মানিক হাওলাদার সহ সাংস্কৃতিক, সামাজিক নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে বক্তারা বলেন, উন্নয়নের অংশীদার প্রবাসীরাও দাবিদার এই
স্লোগান দিয়েই বুঝা যায় প্রবাস মেলা পত্রিকাটিতে প্রবাসী বাংলাদেশিদের সুখ-দুঃখের কথা তুলে ধরা হচ্ছে, যা অন্য কোন পত্রিকায় দেখা যায়না, প্রবাস মেলা মানেই প্রবাসী বাংলাদেশিরা।
রিয়াদ বাংলাদেশ থিয়েটা, মোহনা টেলিভিশন, ডিবিসি নিউজ, নিউজ২৪ চ্যানেল, নতুন সময় টিভি, এমকে টেলিভিশন, দৈনিক চাঁদপুর কন্ঠ, শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠী পরিবারের পক্ষ থেকেও অনুষ্ঠানে শুভেচ্ছা জানানো হয়।