হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বাংলাদেশে ১৯ ফেব্রুয়ারি ২০২০, বুধবার ভোর রাত্রে রুখসানা আহমেদ নীলু হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পথে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০১৯ সালে নিউইয়র্কে তাঁর হার্ট বাইপাস সার্জারী হয়েছিল। তিনি ঢাকার অদূরে গাজীপুরে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের উচ্চ মাধ্যমিক ১৯৭৬ ব্যাচের শিক্ষার্থীদের এক পুনর্মিলনীতে অংশ নিচ্ছিলেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক কর্মী নীলু দীর্ঘকাল নিউইয়র্কে বসবাস করছিলেন।
অত্যন্ত প্রাণবন্ত নীলু বন্ধুদের প্রিয় ছিলেন। তাঁর মৃত্যুতে কানাডা প্রবাসী সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈকত রুশদী তাঁর সহপাঠী ও বন্ধু রুখসানা আহমেদ নীলুর মৃত্যুতে গভীর শোকে স্তব্ধ। তিনি প্রার্থনা করেছেন আল্লাহ যেন আমাদের প্রিয় বন্ধু রুখসানা আহমেদ নীলুর রূহকে জান্নাতুল ফেরদৌসে চিরশান্তি প্রদান করেন।
নীলুর সন্তান ও পরিবারের সকল সদস্য এবং বন্ধুদের জন্য রইলো গভীর সমবেদনা জানিয়েছেন।