হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ১৭ এপ্রিল বুধবার সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের ২১৩-১৫, ৩৫ এভিনিউ, বেসাইড, এনওয়াই-১১৩৬১ এর ৪০-১২ বল বুলুবাড , বেসাইড, এনওয়াই-১১৩৬১ এ মূলধারার দ্যা ক্লিটন ডেমোক্রেটিক ক্লাবের এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ক্লাবের প্রেসিডেন্ট চাক এ্যাপক এ্যাপিলিয়ান শুভেচ্ছা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নিউইয়র্ক-এর কুইন্স কাউন্টির পার্ক কমিশনার মাইকেল এইচ ডুকেট।
নিউইয়র্ক সিটি কাউন্সিলের ১৯ ডিস্ট্রিক্ট এর কাউন্সিলম্যান পল ভেলন তার বক্তব্য রাখেন ও উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান। এছাড়াও ভাইস প্রেসিডেন্ট ক্রিষ্টিন কন্যিালিও, সেক্রেটারী ও মেম্বারশীপ চেয়ারম্যান মিলানি শাহ, ট্রেজারার ক্যারলিন কারলকও এসময় উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে দুই বাংলাদেশ প্রতিনিধি ক্লিন্টন ডেমোক্রেটিক ক্লাব এবং এফডিআর ডেমোক্রেটিক ক্লাবের অন্যতম সদস্য সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন এবং মূলধারার দ্যা ক্লিটন ডেমোক্রেটিক ক্লাবের বোর্ড অব ডাইরেক্টও দেলওয়ার মানিক উপস্থিত ছিলেন।
সভায় মূলধারার রাজনীতিক, সাংবাদিক, কবি, বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দসহ প্রায় ৩০ জন অতিথি উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রতিনিধিদের মূলধারায় অংশ নেয়ার জন্য ধন্যবাদ জানান নেতৃবৃন্দ। শেষে নৈশভোজে সবাইকে আপ্যায়ন করা হয়।