মো: মেসবাহ্ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি প্রতিনিধি: সম্প্রতি ইতালির ভেনিসে বাংলাদেশসহ বিশ্বের ৯০টি দেশের অংশগ্রহণে ৫৮তম আন্তর্জাতিক চিত্রকলা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ চিত্রকলা উৎসব অনুষ্ঠানের ফাঁকে মিলান কনসাল জেনারেল ইকবাল আহমেদ এর হাতে প্রবাস মেলা তুলে দেন পত্রিকার ভেনিস, ইতালি প্রতিনিধি মো: মেসবাহ্ উদ্দিন আলাল।
এসময় মিলান এর কনসাল জেনারেল ইকবাল আহমেদ বলেন, প্রবাসীদের নিয়ে প্রবাস মেলা এগিয়ে চলুক, আমি পত্রিকাটির সাফল্য কামনা করছি।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক চিত্রশিল্পী বিশ্বজিত গোস্বামী, গাজী নাফিস আহমেদ এর হাতেও পত্রিকার ভেনিস প্রতিনিধি প্রবাস মেলা তুলে দেন।