মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব ও দূতালয় প্রধান ডক্টর মোহাম্মদ হারুন-অর-রশীদ কে বিদায় সংবর্ধণা দিয়েছে মালদ্বীপ আওয়ামী যুবলীগ, ৬ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার রাত ৮ ঘটিকায় মালদ্বীপ এর রাজধানী (মালে) টিউলিপ রেস্টুরেন্টে মালদ্বীপ আওয়ামী যুবলীগ এর আয়োজনে মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব ও দূতালয় প্রধান ডক্টর মোহাম্মদ হারুন-অর-রশীদ কে বিদায় সংবর্ধণা দেওয়া হয় ৷
মালদ্বীপ আওয়ামী যুবলীগের আহ্বায়ক সেলিম ফরাজী’র সভাপতিত্বে ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালদ্বীপ শাখার সাধারণ সম্পাদক এ আর মামুন এর পরিচালনায় বক্তব্য রাখেন মালদ্বীপ আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ সাগর, মোস্তফা কামাল জিসান, ওয়াসিম আকরাম হৃদয়, সদস্য নাসির উদ্দিন, সোহেল রানা, জুয়েল সিকদার, রায়হান, সেলিম রেজা প্রমূখ ৷ এছাড়াও অনুষ্ঠানে মালদ্বীপ কর্মরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন ৷
বিদায়ী মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব ও দূতালয় প্রধান ডক্টর মোহাম্মদ হারুন-অর-রশীদ কে ক্রেস্ট তুলে দেন মালদ্বীপ আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ ৷