কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: প্রতিবছর পবিত্র মাহে রমজান মাস আসলে বিশ্বের অধিকাংশ মুসলিম রাষ্ট্রে মসজিদে মসজিদে ইফতারের বিশেষ আয়োজন করে থাকে। সৌদিআরবের পবিত্র নগরী মক্কার মসজিদুল হারামে বিশ্বের সবচেয়ে বড় ইফতারের আয়োজন করে দেশটির সরকার। কঠোর নিরাপত্তা ও শৃঙ্খলার মাধ্যমে সেখানে লাখো মুসল্লি একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।
ইফতারের আগে মুসল্লিরা মসজিদুল হারামাইন মক্কা ও মদিনায় আসর নামাজ পড়তে আসেন। ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত এ ধারা অব্যাহত থাকে। মসজিদুল হারামাইন কর্তৃপক্ষ বিভিন্ন আইটেমের ইফতারের ব্যবস্থা করে।
মসজিদুল হারামাইন চত্বরে রোজাদারদের মসলাদার খাবার, শরবত, কাবাব, রুটি, লাবাং, দই, খেজুর ও জমজমের পানি দিয়ে ইফতার করানো হয়।
মসজিদুল হারামাইন ছাড়াও মক্কা-মদিনার অন্য সব মসজিদেও থাকে ইফতারের বিশেষ ব্যবস্থা। রোজাদারের জন্য অনেক স্থানে তাঁবু তৈরি করেও ইফতারের ব্যবস্থা করা হয়। সারা বিশ্ব থেকে ওমরা ও জিয়ারতে আসা হাজারো মানুষ ইফতারের সামগ্রী নিয়ে মসজিদুল হারামাইনের চত্বরে একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করে।
আসরের নামাজের সময় থেকেই পবিত্র কাবা শরিফ ও মসজিদে নববীর গেট দিয়ে মুসল্লিরা ধীরস্থিরভাবে প্রবেশ করতে থাকেন। ইফতার সামনে নিয়ে সব ভেদাভেদ ভুলে মুসলিম উম্মাহ এককাতারে বসে পড়েন। মসজিদে হারাম ও মসজিদে নববীর ইফতারের দৃশ্য এক অপূর্ব আধ্যাত্মিক আবহ তৈরি করে, যা সব মুসলমানের হৃদয় আলোকিত করে তুলে। যেন সেখানে বিরাজ করে জান্নাতী পরিবেশ।