কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবের মক্কায় পবিত্র ওমরাহ পালনে আসা কক্সবাজার মহেশখালী উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান শরীফ বাদশাকে সংবর্ধনা ও আলোচনা সভা করেছে সৌদিআরব প্রবাসী মহেশখালী সমবায় সমিতি। শুক্রবার মক্কার আজিজিয়ায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের উপদেষ্টা হাফেজ আজিজুল করিমের সভাপতিত্বে ও আনচার উল্লাহ আজাদের পরিচালনায় এতে সংবর্ধিত অতিথি ছিলেন কক্সবাজার মহেশখালী উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান শরীফ বাদশাহ।
শুরুতে কোরআান তেলোয়াত পর বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এমরানুল ইসলাম এমরান, লোকমান হাকিম, এস এম শফি, সদস্য রৌশন আলী, হাজি জাফর, হাজী ছৈয়দুর রহমান সহ অন্যরা।
আলোচনা সভায় প্রধান অতিথি মহেশখালীর ফেরিঘাট সহ সব ধরনের সমস্যার সমাধান ও সৌদিআরব প্রবাসী মহেশখালী সমবায় সমিতির পাশে থাকার ঘোষণা দেন তিনি। আলোচনা সভা শেষে সংর্বধিত অতিথি চেয়ারম্যান শরীফ বাদশাহ কে সৌদিআরব মহেশখালী সমবায় সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দরা। এসময় মক্কা ও জেদ্দার মহেশখালী প্রবাসীরা উপস্থিত ছিলেন।