খলিল চৌধুরী, সৌদিআরব: সৌদি আরবের পবিত্র মক্কা হেরামের পাশ্বে আবরাজ জাবালে ওমর নামক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৌদি প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ১৭ ফেব্রুয়ারি রোববার বিকাল সাড়ে ৪-টা (বাদে আছর) এ ভয়াভহ অগ্নিকান্ডের এ ঘটনা হয়।
জানা যায়, আগুনের সূত্রপাত হওয়ার সময় এ হোটেলের ভিতরে অসংখ্য হাজী ছিলেন বলে খবর পাওয়া গেছে । কিন্তু হতাহতের সঠিক কোন খবর এখনো জানা যায়নি। তবে এ সময় হোটেলে অসংখ্য হাজী আটকা পড়েছিলেন। আগুন লাগলে খবর শুনে পালাতে গিয়ে দৌড়াদৌড়ি সময় কয়েকজজন সামান্য আহত হয় বলে জানা গেছে।
খুব অল্প সময়ের মধ্য সৌদি ফায়ার সার্ভিস ও দমকল বাহনী আগুন নিয়ন্ত্রণে এনে স্বভাবিক অবস্থায় পরিবেশ ফিরিয়ে আনেন।
আবদুল্লাহ-(৫৫) গাড়ি ড্রাইবার নামে এক সৌদি নাগরিক জানান, জবল ওমরে হোটলের এ আগুনে কোন লোক তেমন হতাহত না হলেও প্রায় দুই কোটি সৌদি রিয়াল পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে পারে বলে ধারণা করা হচ্ছে।