মোঃ মেসবাহ্ উদ্দিন আলাল, ভেনিস , ইতালি প্রতিনিধি: ২৬ মে ভেনিসের মেস্ত্রে শহরে স্থানীয় বিসমিল্লাহ রেস্টুরেন্টের এক হলরুমে ভেনিসের প্রবাসী বাংলাদেশি ধর্মপ্রাণ মুসলমানদের সম্মানে শরীয়তপুরবাসীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
হাজারো কর্মব্যস্ততায় পবিত্র মাহে রমজানে এক সাথে ইফতার করার সুযোগ সচরাচর হয়ে ওঠে না প্রবাসী বাংলাদেশিদের, আর তাই ভেনিসের সমস্ত প্রবাসী মুসলমানের জন্য ইফতার মাহফিলের আয়জন করে শরীয়তপুর জেলাবাসী। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে মারঘেরা মসজিদের সভাপতি তাহের খান ঢালু এর সভাপতিত্বে আক্তার হোশেন বেপারী এর পরিচালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন শাহাজাহান কবির ইদ্রিস, কাজী আবদুল রব, মোঃ রফিকুল ইসলাম ছৈয়াল,মোহাম্মদ আলী, বিল্লাল হোসেন ঢালী, মিজানুর রহমান মিলন, আব্দুল আজিজ সেলিম, রুহুল আমীন, কিশোর খন্দকার, ইব্রাহীম জমদার, গোলাপ মোস্তফা কালু।
অন্যান্যের মধ্যে ফারুক কবিরাজ, জিল্লুর রহমান, মামুন ঢালী, বাবুল খালাসি, রোমান মাল, মোক্তার মোল্লা, শাহ আলম হাওলাদার, নয়ন ছৈয়াল, যুবরাজ দেওয়ান, মাসুম খালাস, মাসুম চকিদার, সোহাগ গৌসাই, বাহাদুর ছৈয়াল উপস্থিত ছিলেন ।
শরীয়তপুরবাসীর পক্ষ থেকে ভেনিসের সকল সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক সংগঠন সহ সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। ইফতারের আগে প্রবাসে অবস্থান করেও ব্যক্তি জীবনে ইসলামের গুরুত্ব ও সকল প্রবাসীদের কল্যাণে বিশেষ আলোচনা ও দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুল কাদের।
এছাড়াও মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মাফুজুর রহমান, মাওলানা সালাম রোজার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। প্রবাসে থেকেও পবিত্র মাহে রমজানে ইফতার মাহফিলে শরিক হতে পেরে উপস্থিত সবাই মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেন এবং শরীয়তপুর জেলা সমিতির আয়োজকদের কে ধন্যবাদ জানান।