মো: মেসবাহ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভেনিস শাখার উদ্যোগে সংগঠনটির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভেনিসের মেস্ত্রে শহরে আয়োজিত সভায় বক্তারা বলেন, তারেক রহমানকে দেশের বাইরে রেখে ও বেগম খালেদা জিয়াকে জেলে রেখে যে নীল নকশা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তা দেশবাসী কখনো মেনে নিবে না। তাই দেশ বিদেশে আন্দোলন গড়ে তুলে অনির্বাচিত সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারী দেন।

১ সেপ্টেম্বর রবিবার ভেনিসের মেস্ত্রে শহরের একটি হলে আয়োজিত সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি সম্মান জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। খালেদা জিয়ার রোগমুক্তি ও জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল আজিজ সেলিম। সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক শমসের আকবর পলাশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি হালিম খান, সংগঠনের প্রধান উপদেষ্টা শামীম দেওয়ান ও ভিসেন্সা বিএপির সভাপতি আজিজুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি হোসেন আলী, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সহ-সভাপতি জব্বর মাঝি, সাবেক ছাত্র নেতা রফিকুজ্জামান ঠাকুর ও মোঃ রহমান ছৈয়াল। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম সরদার।
এছাড়াও বক্তব্য রাখেন ফারুক শেখ, নজরুল ইসলাম ভূইয়া, মনসুর পেদা ও হালিম আলম প্রমুখ। দেশ বিদেশে আন্দোলন গড়ে তুলে বর্তমান সরকারের পতন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীতে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহ্বান জানান বক্তারা।
এসময় আবুল বাসার, দিদারুল আলম , সোহেল ঠাকুর, কবির শরিফ, রফিকুল ইসলাম, মফিজ মুল্লা, ওয়াসীম ও হাবিব সিকদারসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।