তপন দেবনাথ, লস এঞ্জেলস্, যুক্তরাষ্ট্র: ব্যাপক উৎসাহ উদ্দীনপা ও জাঁকজমকের মধ্যে দিয়ে লস এঞ্জেলসে বাংলাদেশ ডে প্যারেড ও ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) ১৩বারের মতো এই মহা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে। যৌথভাবে অনুষ্ঠান উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি, কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা ও লস এঞ্জেলেস সিটি কাউন্সিল প্রেসিডেন্ট হার্ব জে উইসন জুনিয়র।
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সংগীত এবং বাফলার সূচনা সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াত, পবিত্র গীতা ও পবিত্র বাইবেল থেকে পাঠ করা হয়। ধর্মীয় অনুষ্ঠানটি পরিচালনা করেন আনিসুর রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা, কাউন্সিল প্রেসিডেন্ট হার্ব জে উইসন জুনিয়র, কানাডা আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন, ফোবানা কনভেনর নার্গিস আহমেদ প্রমুখ।
শিশু কিশোরদের কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এই পর্ব পরিচালনা করেন আনজু মানওয়ারা শিউলী। প্রথম দিনে প্রবাসী শিল্পীরা মনোজ্ঞ সংগীত পরিবেশন করে। প্রথম দিনে সর্বশেষ শিল্পী ছিলেন রিজিয়া পারভীন। তিনি অনেকগুলো জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন।
৩১ মার্চ অনুষ্ঠিত হয় বহুল অকাংখিত বাংলাদেশ ডে প্যারেড। প্যারেডে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন সিনেটর শেখ রহমান ও আমির খসরু মাহমুদ চৌধুরী। প্যারেড ভারমন্ড এন্ড থার্ড স্ট্রীট থেকে শুরু হয়ে ভার্জিল মিডল স্কুলে গিয়ে শেষ হয়। বৈচিত্রময় বাফলা প্যারেড ইতোমধ্যে লস এঞ্জেলসে বাংলাদেশকে ব্যাপক পরিচিতি দিয়েছে। এবারের প্যারেডও বিচিত্র বিষয় সংযোজন করায় তা বিদেশিদের কাছে ব্যাপক উৎসাহ যোগায়।
অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রবাসী শিশু কিশোররা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। প্রবাসী শিল্পীদের গান পরিবেশনের পর রিজিয়া, পারভীন, এসআই টুটুল ও মেহের আফরোজ শাওন গান পরিবেশন করেন। এ সময় অনুষ্ঠানস্থল ছিল লোকে লোকারণ্য। প্রথম দিন লোক সমাগম একটু কম হলেও দ্বিতীয় দিনে লোক সমাগম ছিল আশাতীত। এই বারই প্রথম স্প্যানিশ নৃত্য পরিবেশিত হয় যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর ছিলেন ফার্মাসিস্ট মোয়াজ্জেম হোসেন চৌধুরী। অতীতের যে কোনো আয়োজন থেকে এবারের আয়োজন ছিল ব্যাপক ও বৈচিত্রময়।
প্রতি বছরের ন্যায় এবারো ‘অপরাজেয়’ নামে একটি সংকলন প্রকাশিত হয়েছে। এতে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী, বিএনপি মহাসচিব, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত, লস এঞ্জেস কনসাল জেনারেল, সিনেটর, কংগ্রেসম্যানসহ অনেকে বাণী দিয়েছেন। অনুষ্ঠান উপস্থাপনা করেছেন বাফলার সাধারণ সম্পাদক প্রকৌশলী শহীদ আলম।
বাফলার বর্তমান সভাপতি নজরুল আলম ও সাধারণ সম্পাদক প্রকৌশলী শহীদ আলম বাফলা প্যারেড ও দুদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করে অনুষ্ঠানকে সার্থক করায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদককে নিরলস সহযোগিতা করেছেন বাফলার বর্তমান ক্যাবিনেট মেম্বার, বোর্ড অব ট্রাস্টি ও সাবেক সভাপতিগণ। এদের মধ্যে ড. মাহবুব খান, ডাক্তার আবুল হাসেম. জসিম আহমেদ আশ্রাফী, খন্দকার আলম এর কথা বিশেষভাবে উল্লেখযোগ্য।