ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন থেকে:– ৯ম বারের মত লেবাননের বাংলাদেশ দূতাবাস ও ইউনিফিল কর্তৃক লেবাননের সমুদ্র সীমানায় অবস্থানকৃত ব্যানকন-১ এর (বাংলাদেশ নৌ-বাহিনী) জাহাজ বিজয়ের যৌথ উদ্যোগে বাংলাদেশী প্রবাসীদের জন্য বিনামূল্যে স্বাস্হ্যসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার স্থানীয় সময় ২টা ৩০ মিনিটে বাংলাদেশ দূতাবাসের হল রুমে চিকিৎসা সেবা উদ্বোধন করেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার।
![](http://www.probash-mela.com/wp-content/uploads/2019/02/53068834_552709715242035_6817894376308473856_n.jpg)
দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় উদ্বোধন কালে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাহাজ বিজয়ের ক্যাপ্টেন নজরুল ইসলাম। এসময় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ নৌবাহিনীর অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। নৌবাহিনীর ২জন ডাক্তার অন্তত ৩০০জন বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় প্রবাসীদের চিকিৎসা দান করেন।
রাষ্ট্রদূত বলেন, লেবাননে চিকিৎসা ব্যয় অনেক বেশী হওয়ায় অনেক অসহায় অসুস্থ প্রবাসীরা ডাক্তার দেখাতে পারেন না, আবার অনেকে ভাষাগত সমস্যায় ডাক্তারকে তাদের রোগের কথা বুঝাতে পারেন না তাই সঠিক চিকিৎসা সেবাও পান না। তাই বাংলাদেশ নৌবাহিনীর সহযোগীতায় এই উদ্যোগ গ্রহন করা হয়ে থাকে।