মো: মেসবাহ্ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি প্রতিনিধি: ১১ মে ২০১৯ শনিবার বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিস এর উদ্যোগে বিসমিল্লাহ রেস্টুরেন্ট এর হল রুমে দোয়া ও ইফতার মাহফিল অত্যন্ত সুন্দর, জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও ইফতার মাহফিলে বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিস এর সদস্য সচিব মোঃ মেসবাহ্ উদ্দিন আলাল ও কো – সদস্য সচিব আজাদ খান এর যৌথ উপস্থাপনায় দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিস এর আহ্বায়ক মোঃ শাহাদাত হোসেন।
৭ শতাধিক অতিথির অংশগ্রহণে ইফতার মাহফিল শেষ পর্যন্ত বাঙালির মিলনমেলায় পরিণত হয় । লাল সবুজের পতাকার পাশে প্রবাসীদের স্বতস্ফূর্ত উপস্থিতি দেখে মনে হয় ভেনিসের বুকে যেন একখন্ড বাংলাদেশ।
প্রবাসজীবনের শতব্যস্ততার মাঝেও ইফতার মাহফিলে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে শোভামন্ডিত করায় উপস্থিত সবাইকে আয়োজকরা আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
আহ্বায়ক কমিটির প্রত্যেক সম্মানিত সদস্যের অক্লান্ত পরিশ্রমে সুন্দর ও সুশৃঙ্খল ইফতার মাহফিল সমাপ্ত হওয়ায় সবাই সন্তুষ্টি প্রকাশ করেন।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক ও কমিনিউটির নেতৃবৃন্দ।