এম.এ. তুহিন, মানামা, বাহরাইন: ১৮ জুন ২০১৯ মঙ্গলবার বৃহত্তর নোয়াখালী পরিষদের উদ্যোগে বাহরাইনে একমাত্র বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান লিন্নাস মেডিকেল সেন্টারের সার্বিক ব্যবস্থাপনায় বাহরাইনের মোহারক সিটিতে ফ্রি মেডিকেল সার্ভিস এন্ড ডেন্টাল ক্যাম্প সম্পন্ন করেছে।
প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্য সচেনতা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সাম্প্রতিককালে গরমের তীব্রতা অস্বাভাবিকভাবে বৃদ্বি পাওয়ায় এবং প্রতিরোধে তাৎক্ষণিক করণীয় শীর্ষক সেমিনারের পাশাপাশি অন্যান্য সেবার মধ্য ছিল ১. ফ্রি ডাক্তার দেখানো (বাংলাদেশী ডাক্তার) ২. ফ্রি ব্লাড প্রেসার পরীক্ষা ৩. ফ্রি সুগার (ডায়াবেটিস) পরীক্ষা ৪. ফ্রি ডেন্টাল ডাক্তার দেখানো ও পরামর্শ প্রদান।
প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশি স্থানীয় লিন্নাস ট্রাভেলস এন্ড কার্গো অফিসে উপস্থিত হয়ে এবং বিকাল ০৫ টা থেকে রাত ০৯ টা পর্যন্ত প্রায় ১৫০ জন রোগী চিকিৎসা সেবা নেন। এসময় রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ সরবরাহ টুথপেস্ট ও টুথব্রাশ বিতরণ করা হয়।
এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সেবা গ্রহণকারী ও উপস্থিত সকলে বৃহত্তর নোয়াখালী পরিষদ ও লিন্নাস মেডিকেল সেন্টারের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানান। মেডিকেল ক্যাম্পকে সফল করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেন বাহরাইনস্থ বৃহত্তর নোয়াখালী পরিষদের প্রস্তাবিত মোহারক শাখার প্রতিনিধি মোঃ মারুফ ও ফয়সাল হোসেন সাবু।
ক্যাম্প চলাকালীন সময়ে চিকিৎসা নিতে আসা রোগীদের উপস্থিতি ও সেবা পরিস্থিতি দেখতে ক্যাম্প পরিদর্শন করেন লিন্নাস গ্রুপের ম্যানেজিং ডাইরেক্ট জনাব জয়নাল আবেদিন, ভাইস প্রেসিডেন্ট- জনাব মোঃ মোহন, ডাইরেক্টর জনাব আইনুল হক ও লিন্নাস মেডিকেল সেন্টারের ফাইন্যান্স ডাইরেক্টর জনাব মুজাহিদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বাহরাইনস্থ বৃহত্তর নোয়াখালী পরিষদের সদস্য সচিব জনাব মাজহারুল ইসলাম বাবু, যুগ্ম আহবায়ক আনোয়ার ফারুক, হাবিবুর রহমান মামুন, আবুল হোসেন তুহিন, সদস্য আবদুর রব ও আমির হোসেনের নেতৃত্বে সিতরা শাখার প্রতিনিধি বৃন্দ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বাহরাইনের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠিতব্য মেডিকেল ক্যাম্পে পরামর্শ প্রদান করছেন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম (এম.বি.বি.এস, ডি. অর্থো) জেনারেল ফিজিশিয়ান এবং ডাঃ আসমা আশরাফ (বি.ডি.এস. , এম.এফ.ডি. আর.সি.এস.আই.) দন্ত চিকিৎসক।
এক প্রতিক্রিয়ায় মেডিকেল ক্যাম্পের প্রধান ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, লিন্নাস মেডিকেল সেন্টার এইভাবে আত্নমানবতার সেবায় বাহরাইনস্থ বৃহত্তর নোয়াখালী পরিষদের পাশে থাকবে এবং ধারাবাহিকভাবে পুরো বাহরাইনে এরিয়া-ওয়াইজ প্রবাসী বাংলাদেশিদের বিনামূল্যে সেবা দিয়ে যাবে। পরবর্তী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে রিফায়।