এম.এ.তুহিন, মানামা, বাহরাইন: ১ জুলাই ২০১৯ সোমবার বাহরাইনের রাজধানী মানামায় পাবলিক বাস টার্মিনালের (বলদিয়া বাস ষ্টোপ) সাথেই বাংলাদেশি মালিকানাধীন চিকিৎসা সেবায় একমাত্র প্রতিষ্ঠান লিন্নাস মেডিকেল সেন্টারের অঙ্গঃ প্রতিষ্ঠান “Square Pharmacy” (২৪ ঘন্টা সার্ভিস) এর শুভ উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় সময় সন্ধ্যায ০৭ঃ৩০ মিনিটে লিন্নাস মেডিকেল সেন্টারের নীচ তলায় পাবলিক বাস স্টেশন ও হাইওয়ের সংযোগস্থলে মনোরম পরিবেশে বিশাল পরিসরে ২৪ ঘন্টা সেবা প্রদানের সুবিধা নিয়ে বাহরাইনে বসবাসরত সর্বস্তরের বাংলাদেশি সহ বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে ফিতা কেটে ফার্মেসী কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল (অবঃ) কে,এম, মমিনুর রহমান।
উদ্বোধন শেষে লিন্নাস মেডিকেল সেন্টারের অডিটোরিয়ামে কোম্পানীর চেয়ারম্যান জনাব জসিম উদ্দিনের সভাপতিত্বে মেডিকেল ও ফার্মেসী সেবার লক্ষ্য ও উদ্দেশ্য শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লিন্নাস গ্রুপের ডি,এম,ডি মিজানুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল (অবঃ) কে,এম, মমিনুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতালয় প্রধান কাউন্সিলর জনাব রবিউল ইসলাম এবং লেবার কাউন্সিলর জনাব তৌহিদুল ইসলাম।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুল এন্ড কলেজের বোর্ড অপ ডাইরেক্টরের চেয়ারম্যান জনাব শাফকাত আনোয়ার, বাংলাদেশ সমাজের সভাপতি- জনাব ফুয়াদ তাহের শান্তানু, বাংলাদেশ সমাজের ভারপ্রাপ্ত সভাপতি- জনাব জহির উদ্দিন বাবর, ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, লিন্নাস গ্রুপের চেয়ারম্যান জনাব জয়নাল আবেদিন, লিন্নাস মেডিকেল সেন্টারের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব মোহন মিয়া, ভাইস চেয়ারম্যান জনাব আরিফ মিয়া, ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ফাইন্যান্স ডাইরেক্টর- জনাব মোজাহিদুল ইসলাম, ডাইরেক্টর জনাব ইমাম মিয়া, ইসমাইল মিয়া সহ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আইনুল হক, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বাবু, খ.ম. আশরাফ, গিয়াস উদ্দিন মিয়াজি, মাওলানা আবুল হাসেম, আলাউদ্দিন নূর, জালাল উদ্দিন, বাবু মোহাম্মদ জালাল, হামেদ কাজী হাসান, সিরাজুল ইসলাম চুন্নু সহ কমিউনিটির নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বক্তব্যে লিন্নাস মেডিকেলের বাবস্থাপনা পরিচালক ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম আগত অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, স্কয়ার ফার্মেসী অগ্রাধিকার ভিত্তিতে সর্বোচ্চ সুবিধা দিয়ে বাংলাদেশি গ্রাহকদের মেডিকেল সার্ভিসের মতোই স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সুবিধার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করবে এবং যত দ্রুত সম্ভব বাংলাদেশি উৎপাদিত ওষুধ বাহরাইনে বাজারজাত করার ব্যবস্থা করবে।
এছাড়া মেডিকেল ও ফার্মেসীর সাথে সংশ্লিষ্ট শেয়ার হোল্ডারগন প্রতিষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য ও গ্রাহকদের জন্য সেবা প্রদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে মান্যবর রাষ্ট্রদূত বলেন, বাহরাইনে বাংলাদেশি একমাত্র সেবামূলক এই প্রতিষ্ঠান দু’টিকে সব সময়ের মত ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা দিয়ে যাবেন এবং এই প্রতিষ্ঠানগুলোর উত্তরোত্তর ব্যবসায়িক সাফল্যের জন্য দলমত নির্বিশেষে সকলকে সেবা গ্রহনের পাশাপাশি সহযোগিতার জন্য উদাত্ত আহবান জানান।
আলোচনা অনুষ্ঠানের সভাপতি লিন্নাস মেডিকেল সেন্টারের চেয়ারম্যান জনাব জসিম উদ্দিন সমাপনী বক্তব্যে আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান এবং ভোজসভায় অংশ গ্রহনের জন্য আমন্ত্রন জানান।