সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট হামাদ টাউন শাখার অভিষেক ও সনাতনী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হিন্দু মহাজোট হামাদ টাউন শাখার নব গঠিত কমিটির সভাপতি সুবল কৃষ্ণ সূত্রধর এর সভাপতিত্বে ও সংগঠনের মহাসচিব রামকৃষ্ণ চক্রবর্তী এবং সাংগঠনিক সম্পাদক রিপন দেবনাথ পূর্ণ এর সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন বাহারইন জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সভাপতি বকুল সূত্রধর।
এতে প্রধান অতিথি ছিলেন বাহরাইন জাতীয় হিন্দু মহাজোট প্রতিষ্ঠাতা সভাপতি সুকুমার যীশু। তিনি বলেন, প্রতিদিনই বাংলাদেশের কোন না কোন স্থানে হিন্দু বাড়িঘর, জমিজমা দখল, ভয়ভীতি প্রদর্শন করে দেশত্যাগে বাধ্যকরণ, হত্যা প্রচেষ্টা, প্রতিমা ভাঙচুর ও কিশোরী অপহরণ চলছে । তাই বতমার্ন সরকারে কাছে আমাদের দাবি যাতে এইসব অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি শাস্তির ব্যবস্থা করা হয় ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাহারইন জাতীয় হিন্দু মহাজোট নিবার্হী সভাপতি অবিনাশ পাল। প্রধান আলোচক ছিলেন বাহরাইন হিন্দু মহাজোটের প্রধান উপদেষ্টা সমীর মহাজোন । বিশেষ অতিথি ছিলেন বাহরাইন বাংলাদেশ সমাজরে সাধারণ সম্পাদক এম এ হাসেম, বাহরাইন হিন্দু মহাজোটের সিনিয়র সহ সভাপতি সুকুমার দাস, প্রধান সমন্বয়কারী অনুকূল দেবনাথ, মহাসচিব লিটন র্শমা, সিনিয়র যুগ্ম মহাসচিব বিষ্ণুপদ দেব, সহ সাধারণ সম্পাদক রুপম পাল, সাংগঠনিক সম্পাদক বিধান মজুমদার, সাবেক প্রধান উপদেষ্টা তপন সূত্রধর, বর্তমান উপদেষ্টা দুলাল দাস, হামাদ টাউন শাখার প্রধান উপদেষ্টা সত্য ব্রত দেব ।
অন্যানদের মধ্য উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রচারক সুমন গোবিন্দ দাস, পরেশ পাল,সঞ্জয় দেবনাথ, বিকাশ দেবনাথ সুকেশ, রিপন দেবনাথ পূর্ণ, দুলাল মিত্র, সুমন সূত্রধর প্রমুখ ।