প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রোটিং এজেন্সীস বায়রা’র সভাপতি, মাননীয় সংসদ সদস্য জনাব বেনজির আহমদ এমপি’র হাতে প্রবাস মেলা। ১৪ মে মঙ্গলবার নিউ ইস্কাটনস্থ বায়রা কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে পত্রিকার চীফ রিপোর্টার মো: মোস্তফা কামাল মিন্টু বায়রা’র সভাপতি’র হাতে প্রবাস মেলা’র চলতি সংখ্যার সৌজন্য কপি তুলে দেন।
সৌজন্য সাক্ষাতে ঢাকা ২০ (ধামরাই) আসনের সাংসদ বলেন, অভিবাসন খাতে বিদেশে বাংলাদেশি কর্মী প্রেরণে সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখছে বায়রা, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বর্তমানে খাতটি নানা সমস্যা জর্জরিত হলেও অচিরেই সেগুলো সমাধান করা হবে।
বায়রা’র সভাপতি প্রবাসী বাংলাদেশিদের অন্যতম মুখপত্র হিসেবে ভূমিকা রাখায় প্রবাস মেলা পত্রিকার কলাকুশীলদের ধন্যবাদ জানান এবং পত্রিকার সাফল্য কামনা করেন।
এসময় তিনি অভিবাসী খাতকে ইতিবাচকভাবে তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
এসময় অন্যান্যের মধ্যে সাংবাদিক এম সাইফুল, কবি নজরুল ইসলাম সাচী ও
অনলাইন টিভি প্রেজেন্টার সারঝিন তামান্না উপস্থিত ছিলেন।