মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সমিতি শারজাহ শাখার ২০১৯ ও ২০২০ সালের জন্য নতুন কার্য্যকরী কমিটি গঠন করা হয়েছে। ২৫ এপ্রিল বৃহস্পতিবার রাত ৯ টায় শারজাহ রেডিসন ব্লু হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
দুই দেশের জাতীয় সংঙ্গীত বাজিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক মোস্তফা মাহামুদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি আবুধাবী কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি শওকত আলী। সভাপতিত্ব করেন পুরাতন ও নতুন কার্য্যকরী কমিটির সভাপতি এম এ বাসার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবুধাবী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম তালুকদার, যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন তালুকদার ও সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার।
নতুন দায়িত্ব পাওয়া সদস্যরা বলেন, সকলের সহযোগীতা পেলে আপনাদের প্রিয় সংগঠন বাংলাদেশ সমিতি শারজাহ শাখা আরও অনেক দুর এগিয়ে নিতে পারবো।
তারা আরও বলেন, দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশি যেন এই সংগঠনের সদস্য পদ গ্রহণ করে। বাংলাদেশ সমিতি সবার জন্য উন্মুক্ত ও সকল প্রবাসী বাংলাদেশিদের প্রাণের প্রিয় সংগঠন হবে এটাই আমাদের প্রত্যাশা।
সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে বাংলাদেশ সমিতি সারজাহ শাখার ২০১৯ ও ২০২০ সালের জন্য ১৮ সদস্য বিশিষ্ট কার্য্যকরী কমিটি ঘোষণা করা হয়। এতে বাবু রাখাল কুমার গোপ কে উপদেষ্টা, জনাব এম এ বাসার কে সভাপতি, ইসমাইল গনি চৌধুরীকে সিনিয়র সহ সভাপতি, শাহ মোহাম্মদ মাকসুদকে সাধারণ সম্পাদক ও আবুল কালাম কে অর্থ সম্পাদক করে আগামী এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে আমিরাতের কমিউনিটি ব্যক্তিত্ব ও সামাজিক সাংস্কৃতিক এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।