মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটি দুবাই ও উত্তর আমিরাতের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাই কনস্যুলেটের প্রথম সচিব রফিকুল আমিন।
সংগঠনের সভাপতি প্রকৌশলী খোন্দকার মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাইউম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেজ কাউন্সিল দুবাইয়ের সিনিয়ার সহ-সভাপতি আইউব আলী বাবুল, আমিরাত কেন্দ্রীয় কমিটির সভাপতি আশিষ বড়ুয়া, আবুধাবী কমিটির সভাপতি মিজানুর রহমান সোহেল, সেখুল ইলাম ভুইয়া, শামছুল আলম, জাহাঙ্গীর হোসেন, সবুর আহম্মেদ, গোলঅম মোস্তফা ফরিদ, আবু নাছের, প্রকৌশলী মহিউদ্দিন ইকবাল, জাহাঙ্গীর আলম রুপু ও মোঃ তোফাজ্জেল হোসেন, হারুন অর রশীদ, জাকির হোসেন সহ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা রমজানের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন। পরে সদ্য প্রয়াত সংগঠনের প্রাক্তন সহ-সভাপতি মরহুম জাকাউল্লা হক মোহাম্মদ আবু নাসেরের আত্নার মাগফিরাত কামনা করে দেশ ও জাতি তথা বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।