অঞ্জন কুমার দে, মাস্কাট, ওমান প্রতিনিধি: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপলক্ষে, ২১ ফ্রেবুয়ারীর প্রথম প্রহরে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ওমান শাখার উদ্যোগে, বাংলাদেশ স্কুল মাস্কেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণ করে শহীদদের প্রতি জানানোহয় শ্রদ্ধাঞ্জলী।শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ২০১৯ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ এম্বেসী মাস্কেটের মাননীয় রাষ্ট্রদূত গোলাম সরোয়ার, এইচওসি নাহিদুল ইসলাম সহ দূতাবাসের কর্মকর্তাগণ।
এছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ওমান শাখার বিপ্লবী সভাপতি ইবনে মিজান রুবেল, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সাংগঠনিক সম্পাদক আহমেদ আলম পারভেজ, প্রেসিডিয়াম মেম্বার মোঃ করিম, মোঃ হারুন, সাঈদ চৌধুরী, ইঞ্জিনিয়ার রাজু, মোঃ হারিছ, কমরুজ্জামা সুমন, আবু বক্কর, মুজাহিদুল ইসলাম সহ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সোশ্যাল ক্লাব, ওমান আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, চিটাগাং সমিতি সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সহ অনেক প্রবাসী বাংলাদেশি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে আমরা ৫২ তে পেয়েছি বাংলা ভাষা, ১৯৭১ সালে পেয়েছি স্বাধীন বাংলাদেশ। বর্তমানে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। প্রবাসেও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে অনুষ্ঠানে আহ্বান জানানো হয়। সব শেষে সকল শহীদে আত্মার শান্তি কামনা করে ও দোয়া করা হয়।