প্রবাস মেলা ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অ্যাপ তৈরি করে চমক সৃষ্টি করেছেন ৬ বছরের মেয়ে রাইশা রহমান, যা ইতিমধ্যেই গুগল প্লে স্টোরে প্রকাশিত হয়েছে। এ উপলক্ষে আজ ৬ মে সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে রাইশা’র তৈরি অ্যাপ নিয়ে বিস্তারিত তথ্য জানান রাইশা’র বাবা-মা এবং তার শিক্ষক।
সংবাদ সম্মেলনে বিস্ময়বালিকা রাইশা বলেন, ‘আমি খুব খুশি যে বঙ্গবন্ধুর নামে একটি অ্যাপ তৈরি করেছি। অ্যাপ তৈরিতে আমার স্যার, বাবা- মা অনেক সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন। আমি ভবিষ্যতে একজন ভালো মোবাইল অ্যাপ ডেভেলপার হতে চাই। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, আমি যেন বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারি।’
রাইশা শেরপুর শহরের নবীনগর মহল্লার কামরুন্নাহার ও লুৎফর রহমান দম্পতির সন্তান। বর্তমানে সে উত্তরা প্রাইম ব্যাংক ইংলিশ মিডিয়ামে স্কুলে প্রথম শ্রেণীতে পড়াশোনা করছেন। রাইশা’র সাফল্যে তাঁর বাবা-মা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। শিক্ষক জোবায়ের হোসেন বলেন, ‘রাইশা’র শিক্ষক হিসেবে আমি গর্ব বোধ করছি।’
উল্লেখ্য, রাইশা’র তৈরি অ্যাপটি ওপেন করলেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বেজে উঠবে। সেই সাথে অ্যাপটিতে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানার মতো আরো কিছু তথ্য। Download App http://tiny.CC/67vS4