প্রবাস মেলা ডেস্ক: অমর একুশে গ্রন্থমেলায় কামরুজ্জামানের উপন্যাস ‘অভিবাসী’
পাওয়া যাচ্ছে । একজন পরবাসী
মানুষের জীবনযুদ্ধকে উপজীব্য করে লেখা এ উপন্যাস।
কামরুজ্জামান চট্টগ্রামের পাহাড়তলীতে ১৯৫৮ সালে জন্মগ্রহণ করেন। ১৯৮৩-৮৪ সালে রাজশাহী
বিশ্ববিদ্যালয়ের অধীনে হিসাববিজ্ঞানে মাস্টার্স পাশ করার পর উচ্চশিক্ষার উদ্দেশ্যে
জার্মানিতে যান। ১৯৯৬ সাল থেকে বাংলাদেশের প্রাক প্রাথমিক শিক্ষার উন্নয়নে গবেষণা শুরু করেন তিনি।
কামরুজ্জামান ২০১১ সালে শিশু শিক্ষায় বিশেষ অবদান রাখার জন্য ড. মহম্মদ শহীদুল্লাহ
এবং মাদার তেরেসা স্বর্ণপদক লাভ করেন।
বইটি পড়ে পাঠক প্রবাসজীবনের সুখ, দুঃখ, হাসি, কান্না, সংগ্রাম, জীবন-জীবিকা, সমাজ রাজনীতির ভিতর এবং বাহিরের টানাপোড়েন খুব সহজে উপলব্ধি করতে পারবে বলে লেখক প্রত্যাশা করেন।
উল্লেখ্য, গ্রন্থমেলায় ‘অভিবাসী’ উপন্যাসটি ইউনিভার্সাল একাডেমির ৫৫৩-৫৫৪-৫৫৫ নং স্টলে পাওয়া যাচ্ছে।