মার্ক রায়, তুলুজ, ফ্রান্স প্রতিনিধি: ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্স বাংলা প্রেসক্লাবের নতুন কমিটির নেতৃবৃন্দরা । সোমবার বিকালে প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূত নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, গনমাধ্যম কর্মীরা প্রবাসে ব্যস্ততার মাঝেও বস্তুনিষ্ঠ, সত্য ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশন করে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন । এটা অনেক বড় দেশপ্রেমের পরিচয়। জবাবে ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সভাপতি দেবেশ বড়ুয়া রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন কে ধন্যবাদ জানিয়ে প্রবাসীদের সেবায় রাষ্ট্রদূত কর্তৃক বেশ কিছু প্রশংসনীয় উদ্যোগ কে স্বাগত জানান ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব র্নিজার অধিকারী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহা. আব্দুল মালেক হিমু, সিনিয়র সহ সভাপতি অধ্যাপক অপু আলম, সাংগঠনিক সম্পাদক মার্ক রায়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিশুক হোসেন, দফতর সম্পাদক দবীর মোহাম্মদ, সিনিয়র সদস্য সাখাওয়াত হোসেন হাওলাদার । সাক্ষাৎকালে ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটির সামগ্রিক উন্নয়নে নিয়েও আলোচনা হয় । দেশের স্বার্থ পরিপন্থি সংবাদ বর্জন করে বিদেশের মাটিতে পজেটিভ বাংলাদেশ তুলে ধরতে সবার কাছে আহবান জানান রাষ্ট্রদূত । পরিশেষে তিনি দূতাবাসের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষে সংবাদকর্মীদের সহযোগিতাও কামনা করেন।