রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স: ফ্রান্সের মূলধারা রাজনীতির সাথে জড়িত হয়েছে বাংলাদেশিরা। মার্চ মাসের ১৬ ও ২২ তারিখে ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রিন্সিপাল কাউন্সিলর নির্বাচন। এতে ৯ জন বাংলাদেশি পৌরসভা (মিউনিসিপাল) কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন। প্রার্থী এবং প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন মূলধারা রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া ফ্রান্স বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা নানাভাবে উপকৃত হবে পাশাপাশি দেশের ভাবমূর্তিও বৃদ্ধি পাবে।

ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটির দিন দিন বেড়েই চলছে। কমিউনিটিকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে এবার ৯ জন ফ্রান্স প্রবাসী বাংলাদেশি ফ্রান্সের মূলধারা রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্ন দল থেকে মিউনিসিপাল কাউন্সিলর পদপ্রার্থী হিসাবে মাঠে নেমেছেন। তারা প্রবাসীসের কল্যানে ভুমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন সিন্ক ১ কিরণময়ী মন্ডল (কাউন্সিল প্রার্থী)।

অন্যান্য প্রাথীদের মধ্যে রয়েছেন, শরূফ শদিউল, নয়ন কেয়াং, কৌশিক রাব্বানী, নয়ন, আবির প্রমুখ। প্রার্থীরা আশ্বাস দেন তারা বিজয়ী হলে বাংলাদেশ কমিউনিটির যেকোনো সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করবে বলে জানান সিন্ক ২ নয়ন কেয়াং (কাউন্সিল প্রার্থী)। বাংলাদেশিরা ফ্রান্সের মূলধারা রাজনীতিতে সম্পৃক্ত হওয়াতে প্রবাসীরা খুব আনন্দিত এবং তারা বেশ প্রশংসা করেন। সিন্ক ৩ ফ্রান্স সহ বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিরা মূলধারা রাজনীতির সাথে সম্পৃক্ত হতে পারলে নিজ দেশের মানুষের কল্যাণে যেমন কাজ করতে পারবে, তেমনি দেশের ভাবমূর্তি বিশ্বের দরবারে সহজেই তুলে ধরতে পারবে বলে মনে করেন এবং অন্যান্যদের মূলধারা রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানান।