মার্ক রায়, তুলুজ, ফ্রান্স প্রতিনিধি: তারে চোখে দেখিনি, শুধু গল্প শুনেছি, যে তিনি ক্রুশে প্রাণ দিয়েছেন। তিনি আর কেউ নন খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম এবং প্রধান নেতা প্রভু যীশু খ্রিষ্ট। গোটা বিশ্বে খ্রিস্টান সম্প্রদায় মনে করেন প্রভু যীশু খিষ্টকে তৎকালীন তথাকথিত সামাজিক নেতারা তাদের নিজস্ব প্রাধান্যকে বাঁচিয়ে রাখতে নিষ্ঠুরভাবে মেরে ফেলেছিলেন। আর পবিত্র বাইবেলের সমস্ত ভবিষ্যৎবাণী পূর্ণ করতেই তৃতীয় দিবসে অর্থাৎ পবিত্র রবিবারে মৃত্যুকে পরাভূত করে তিনি পুনরুত্থিত হয়েছিলেন।
প্রভু যীশু মৃত্যুকে জয় করে যেমন গৌরবান্বিত হয়েছিলেন ঠিক তেমনি আমরাও হয়েছিলাম মহিমান্বিত। আর এই দিনকে ঘিরেই ২১ এপ্রিল রবিবার তুলুজ শহরে খ্রিস্টান সম্প্রদায় তথা স্থানীয় বাঙালিরা মেতে উঠেছিল এক অনবদ্য আনন্দে।
স্থানীয় সেন্ট যেরম চার্চে একযোগে প্রার্থনা সেরে সকলেই উপস্থিত হয়েছিল রাজস্থান ভিলা নামক রেস্টুরেন্টে। প্রণতি ক্রশ, কামিয়া রোজারিও, ইভা গ্লোরিয়া রোজারিও, কল্পনা মিনস, সুমি কস্তা সহ অন্যানদের তৈরিকৃত হরেক রকমের মিষ্টি, দই, পুলি পিঠা ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।
ইস্টার সানডে ঐতিহাসিক খাওয়া দই, চিড়া, মুড়ি, কলা, মিষ্টি ইত্যাদি দিয়ে সকালের নাস্তা শেষে সকলে সম্মিলিতভাবে পুনরুথানের বিশেষ সঙ্গীত কীর্তনে মেতে ওঠেন।
দুপুরের আহারের স্থানীয় স্থানীয় শিশুশিল্পীদের নৃত্যের মাধ্যমে আলোচনা ও সাংস্কৃতিক পর্ব শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই শ্রীলঙ্কার বিভিন্ন চার্চে এবং হোটেলে সিরিজি বোমা হামলায় আহত এবং নিহত স্মরণে বিশেষ প্রার্থনা করা হয়।
রিকি পি রোজারি এবং সহ সাংস্কৃতিক সম্পাদক ইভা গ্লোরিয়া রোজারিওর মনমুগ্ধকর উপস্থাপনায় আলোচনা পর্বে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি ক্যান্টন হেনরি কস্তা, বাংলাদেশ কমিউনিটি এসোসিয়েশন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সংগঠনের সভাপতি এবং আয়েবা’র সহ সভাপতি ফখরুল আ.ক.ম সেলিম, বাংলাদেশ প্রবাসী খ্রিস্টান এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মার্ক রায়, সংগঠনের সভাপতি এবং বাংলাদেশ কমিউনিটি এসোসিয়েশনের সহ সভাপতি জোসেফ ডি কস্তা প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের ধর্মীয় অনুভূতি এবং বাংলাদেশি সংস্কৃতি সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরণের অনুষ্ঠান আরো বেশি করে করা উচিত। নির্ধারিত সংস্কৃতি অনুষ্ঠানে শিশু শিল্পী প্রিয়সি, প্রমিতা, বিভা, শোভা এবং নিপা ও ইভার আকর্ষণীয় নৃত্যের পাশাপাশি গান পরিবেশন করেন কামিয়া রোজারিও, মেহেদী হাসান স্বপন, ক্যান্টন হেনরি ডি কস্তা সহ অন্যান্যরা।