প্রবাস মেলা ডেস্ক: মিস আর্থ ইন্টারন্যাশনাল ও মিস আয়ারল্যান্ড খেতাবপ্রাপ্ত মডেল ও বৈমানিক মাকসুদা আখতার প্রিয়তীর হাতে পাক্ষিক প্রবাস মেলা’র প্রিন্ট কপি। ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার সন্ধ্যায় অমর একুশে গ্রন্থমেলায় পত্রিকার চীফ রিপোর্টার মো: মোস্তফা কামাল মিন্টু কৃতি এই প্রবাসীর হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন।
প্রবাস মেলা পত্রিকায় প্রিয়তীকে নিয়ে কভার স্টোরি করায় তিনি পত্রিকার কলাকুশীলদের ধন্যবাদ জানান। তিনি পত্রিকাটির প্রশংসা করে বলেন, প্রবাসী বাংলাদেশিদের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, সাফল্য-সম্ভাবনা ও বিদেশগামী কর্মীদের সমস্যা-সম্ভাবনা নিয়ে প্রবাস মেলা প্রকাশিত হচ্ছে। আমি পত্রিকাটির সাফল্য কামনা করছি।
উল্লেখ্য, আয়ারল্যান্ড প্রবাসী মাকসুদা আখতার প্রিয়তী এখন ঢাকায় অবস্থান করছেন। এবারের বইমেলায় তার আত্মজীবনীমূলক গ্রন্থ ‘প্রিয়তীর আয়না’ প্রকাশিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় বইটির মোড়ক উন্মোচন হয়েছে।
‘প্রিয়তীর আয়না’ বইটি অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানের ‘দেশ পাবলিকেশন্স এর ৩৮৮-৩৮৯ নং স্টলে পাওয়া যাচ্ছে।