প্রবাস মেলা ডেস্ক: সম্প্রতি রাজধানীর একটি অনুষ্ঠানের ফাঁকে প্রবাস মেলা হাতে
বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব সীমা আখতার সন্ধি। পত্রিকার সম্মানিত উপদেষ্টা, টেলিভিশন উপস্থাপক ও আবৃত্তিকার মামুন ইমতিয়াজ তার হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন।
সীমা আখতার সন্ধি সাবেক ভলিবল খেলোয়াড়, বাংলাদেশ থ্রো বল এসোসিয়েশন এর এক্সিকিউটিভ সদস্য ছাড়াও বর্তমানে বেশ কিছু ক্রীড়া সংগঠনের সাথে জড়িত রয়েছেন।
এসময় অন্যান্যের মধ্যে অনলাইন টিভি প্রেজেন্টার সারঝিন তামান্না, সাংস্কৃতিককর্মী সপ্তর্শী তাবাস্সুম, মো: রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।