প্রবাস মেলা ডেস্ক: ২৩ জানুয়ারি ২০১৯ বুধবার প্রবাস মেলায় প্রবাসী অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি প্রবাসী সাফকাত চৌধুরী রুমি।
সাফকাত চৌধুরী রুমি প্রায় ৩ দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে পরিবার নিয়ে বসবাস করছেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটিতে তিনি একজন পরিচিত মুখ। প্রবাসী কমিউনিটি অনুষ্ঠানগুলোতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। ২০০৩ সালে আমেরিকার ডেট্রয়েট-মিশিগানে অনুষ্ঠিত ফেডারেশন অফ বাংলাদেশি এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলন আয়োজক কমিটির জয়েন্ট কনভেনর ছিলেন।
তার স্ত্রী শারমিন চৌধুরী বৃষ্টি একজন সংগীতশিল্পী। তিনি আমেরিকার নিউজার্সি সহ বিভিন্ন অঙ্গরাজ্যের কমিউনিটি অনুষ্ঠানগুলোতে গান গেয়ে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন।
জনাব সাফকাত চৌধুরী রুমি প্রবাস মেলা’র সম্মানিত উপদেষ্টা মামুন ইমতিয়াজ এর ঘনিষ্ঠ বন্ধু। অনেক বছর পর তাদের সাক্ষাতে দুজনই আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রকৃত বন্ধুর মতো স্মৃতির জানালা খুলে আলাপচারিতায় হাতড়ে বেড়ান অতীত দিনের নানান কথা। যেমনটি বলেছেন ইংরেজ দার্শনিক-লেখক ফ্রান্সিস বেকন, ‘Nothing opens the heart like a true friend, to whom you may impart griefs, joys, fears, hopes…and whatever lies upon the heart’.
প্রবাস মেলা’র কলাকুশীলদের সাথে সাফকাত চৌধুরী রুমী ‘র আলাপচারিতায় জানা যায়, অসুস্থ্য মাকে দেখার জন্যই তিনি আটলান্টিকের ওপার থেকে স্বল্প সময়ের জন্য বাংলাদেশে ছুটে এসেছেন।
পরে প্রবাস মেলা’র সম্মানিত উপদেষ্টা, টেলিভিশন উপস্থাপক ও আবৃত্তিকার মামুন ইমতিয়াজ, সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ ও নির্বাহী সম্পাদক শহীদ রাজু কৃতি এই প্রবাসীর হাতে পত্রিকার নতুন সংখ্যার সৌজন্য কপি তুলে দেন।