প্রবাস মেলা ডেস্ক: ৭ জুলাই রবিবার সন্ধ্যায় প্রবাস মেলা অফিসে প্রবাসী অতিথি ছিলেন মালয়েশিয়া প্রবাসী তরুণ উদ্যোক্তা, লেখক এবং সাংবাদিক মো: মেহেদী হাসান।
মো: মেহেদী হাসান প্রায় অর্ধযুগ ধরে মালয়েশিয়ায় আছেন। তিনি সেখানে একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ কমপ্লিট করে একটি পেট্রোলিয়াম কোম্পানির হিসাবরক্ষক হিসাবে কর্মরত আছেন।
সম্প্রতি তিনি বাংলাদেশে ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান ওয়ার্কসফেয়ার ইন্টারন্যাশনাল লিমিটেড এর যাত্রা শুরু করেছেন। তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে কাজ করছেন।
এছাড়াও চুয়াডাঙ্গার দর্শনার কৃতি সন্তান মো: মেহেদী হাসান আরপি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, দৈনিক আমাদের বাংলাদেশ এর প্রকাশক, বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব, মালয়েশিয়া এর সাংস্কৃতিক সম্পাদক সহ বহু সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে কাজ করছেন।
প্রবাস মেলা কলাকুশীলদের সাথে মো: মেহেদী হাসান প্রবাসীদের নানা বিষয়ে মতবিনিময় করেন। পরে প্রবাস মেলা’র সম্পাদক ও চীফ রিপোর্টারের সাথে তিনি ফটোসেশনে অংশ নেন।