প্রবাস মেলা ডেস্ক: ২৬ আগস্ট সোমবার প্রবাস মেলা অফিসে প্রবাসী অতিথি ছিলেন সৌদিআরবের রিয়াদ প্রবাসী সাংবাদিক ও নাট্যকার মো: জাহাঙ্গীর আলম হৃদয় এবং সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো: মনিরুল আলম। তারা প্রবাস মেলা কলাকুশীলদের সাথে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করেন।
চাঁদপুর জেলার শাহরাস্তির কৃতি সন্তান জাহাঙ্গীর আলম হৃদয় দীর্ঘ একদশকেরও বেশি সময় ধরে রিয়াদ প্রবাসে আছেন। তিনি দেশে প্রবাসে নানান সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে উৎপ্রোতভাবে জড়িত। তিনি একজন নাট্যকর্মী। দেশে থাকতেই ১৯৯৬ সালে শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী প্রতিষ্ঠা করেছিলেন। শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠীর মাধ্যমে দেশে সরকারি ও বেসরকারিভাবে জনসচেতনতা সৃষ্টির লক্ষে কাজ করে যাচ্ছে। ২০১৪ সালে প্রতিষ্ঠিত রিয়াদ বাংলাদেশ থিয়েটার এর প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আলম হৃদয়। এ সংগঠনের ব্যানারে প্রবাসীদের মাঝে দেশীয় সংস্কৃতি তুলে ধরতে রিয়াদে তার নির্দেশনায় প্রায়ই মঞ্চ নাটক অনুষ্ঠিত হয় বলে জানান।
প্রবাসে পেশাগত কাজের পাশাপাশি জাহাঙ্গীর আলম হৃদয় দেশের বিভিন্ন মিডিয়াতে সাংবাদিক হিসেবেও কাজ করছেন। তিনি পাক্ষিক প্রবাস মেলা, মোহনা টেলিভিশন সহ বিভিন্ন মিডিয়াতে প্রবাসীদের নানান খবরাখবর তুলে ধরেন।
অপরদিকে মো: মনিরুল আলম প্রায় ৯ বছর সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। তিনি সেখানে ব্যবসা-বাণিজ্য করছেন বলে জানান। এর আগে তিনি ১৯৯৪ সাল থেকে এক দশকেরও বেশি সময় দক্ষিণ আফ্রিকা প্রবাসী ছিলেন। পেশাগত এবং ব্যক্তিগত কাজে আফ্রিকার অনেক দেশেই তিনি ভ্রমণ করেছেন বলে জানান।
প্রবাস মেলা কলাকুশীলদের সাথে মতবিনিময়ে তারা প্রবাসীদের নিয়ে প্রবাস মেলা’র পথচলার প্রশংসা করেন এবং প্রবাস মেলা’র সাফল্য কামনায় সাথে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
পরে তারা পত্রিকার কলাকুশীলদের সাথে ফটোসেশনে অংশ নেন।