আহমাদ সেলিম, সিলেট প্রতিনিধি: সিলেটে প্রবাসী কবি সোনিয়া কাদির কে সংকর্ধনা দেয়া হয়েছে। সিলেট লেখিকা সংঘের উদ্যোগে কবির স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এই সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে ৬ ফেব্রুয়ারি বুধবার সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে এক প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়। লেখিকা সংঘের সভাপতি রওশন আরা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি মাসুদা সিদ্দিকা রুহীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গল্পকার জামাল মাহবুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেখিকা সংঘের সাবেক সভাপতি মাহবুবা সামসুদ বুলবুল, গল্পকার সেলিম আউয়াল, কবি আব্দুল মুকিত অপি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লেখিকা সংঘের সাংগঠনিক সম্পাদক ইসরাক জাহান জেলী। স্বরচিত কবিতা পাঠ করেন সংগঠনের প্রচার সম্পাদক বিলকিছ আক্তার সুমি, ফেরদৌসী আব্দুল্লাহ দীবা, অনিতা রাণী দাস, মাজেদা বেগম মাজু, জাহিদা চৌধুরী, বিনতা দেবী, আলেয়া রহমান, আমিনা শহীদ চৌধুরী মান্না, সুরাইয়া পারভিন লিলি, শুভ্রা মণি, ফারহানা বেগম হেনা, হোমায়রা সানজিদা কেয়া। সভায় সংবর্ধিত অতিথি কবি সোনিয়া কাদির বলেন, প্রবাসী জীবন মা-হারা সন্তানের মত। কর্মময় জীবনে যতই ব্যস্ততায় কাটে মন পড়ে থাকে জন্মভূমির টানে। একটা নিদারুণ হাহাকার আর শূন্যতায় আচ্ছন্নতা থেকে কবিতার জন্ম হয়। আমার কবিতা আমার প্রেম ভালোবাসা। সংগঠনটি সংবর্ধিত করে আমাকে কৃতজ্ঞতায় আবদ্ধ করলো। আমি আজীবন সে প্রাপ্তি আনন্দের উপমা হিসেবে ধরে রাখব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-এমরান ফয়সল, এম আলী হোসেন, আল মামুন বাবলু। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কবি নাঈমা চৌধুরী।