জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: পুর্ব লন্ডনে স্থানীয় একটি রেষ্টুরেন্টে ২০ ফেব্রুয়ারি ২০২০ রাত ২১.৩০ টায় শরিয়তপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ পালন উপলক্ষে সাধারণ সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাপতি লকিতউল্লাহ উকিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সালাম বেপারীর উপস্থাপনায় বক্তব্য রাখেন সহ সভাপতি বিল্লাল হোসেন সরদার, সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুল রাজ্জাক, সহ সাংগঠনিক সম্পাদক এরফান ছৈয়াল এছাডা় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা খন্দকার আবু তাহের, নজরুল ইসলাম হাওলাদার, ইকবাল হোসেন, সহ সভাপতি খোকন ফকির, বাবুল হোসেন সামিম মীর, ফিরুজ মৃধা, মাসুদ পারভজ, ডালিম ছৈয়াল, মজনু ঢালী, লিটন কাজী, বোরহান, জাকির বেপারী প্রমুখ।
সভা শেষে রাত ১২.০১ মিনিট হওয়ার পুর্বেই রওয়ানা হয় আলতাফ আলী পার্কে এবং একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরেই অন্যান্যদের মত যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা আর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ পালন করা হয় শরিয়তপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন পক্ষ থেকে।
উল্লেখ্য, পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে কেন্দ্রীয় শহীদ মিনার এ একুশের প্রথম প্রহরে শুক্রবার রাত ১২টা ১ মিনিটে ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম ও টাওয়ার হ্যামলেটস এর নির্বাহী মেয়র জনবিগস ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার ভিক্টোরিয়া ওবাজা পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম হাইকমিশনের কর্মকর্তাদের সাথে নিয়ে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে শহীদবেদিতে পূণরায় পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুক্তরাজ্য বিএনপি, জাতীয় পাটি, লন্ডন বাংলা প্রেস ক্লাব, লেবার পার্টি, যুক্তরাজ্য জাসদ, যুবলীগ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, গ্রেটার সিলেট কাউন্সিল, মহানগর বিএনপি, গৌরব ৭১, মহানগর আওয়ামীলীগ, ইতালিয়ান ওয়েলফেয়ার এসোসিয়েশন ইন ইউকে, বৃহত্তর ফরিদপুর, বৃহত্তর রংপুর সমিতি, মাদারিপুর সমিতিসহ প্রায় শতাধিক সংগঠন ঘন্টাব্যাপী পুষ্পস্তবক অর্পণ করেন।
ভাষা শহীদদের প্রতি জনমানুষের গভীর শ্রদ্ধায় ফুলে ফুলে ছেয়ে গেছে পুরো শহীদ মিনার প্রাঙ্গণ।